প্রায় ৮ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান, স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের পাশাপাশি ওয়ানডে সুপার লিগেরও দুইয়ে উঠে গেছে পাকিস্তান।
ওয়ানডে সুপার লিগে দুর্দান্ত শুরু হয়েছিল বাংলাদেশের, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে ২ নাম্বারে উঠে গেছিলো টাইগাররা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে পাঁচে নেমে যেতে হয় বাংলাদেশকে, এবার আরও এক ধাপ অবনতি হলো তাদের।
সিরিজ শুরুর আগে ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আট নাম্বারে ছিল পাকিস্তান, বাংলাদেশের ছিল ৬ ম্যাচে ৩০ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা দলকে ২-১ ব্যবধানে হারালে সিরিজ শেষে পাকিস্তানের পয়েন্ট দাঁড়ায় ৬ ম্যাচে ৪০, ফলে পয়েন্ট টেবিলে তারা বড় একটা লাফই দিয়েছে।
পয়েন্ট টেবিলের শীর্ষে তিনে থাকা ৩ দলেরই পয়েন্ট সমান ৪০ করে, ৯ ম্যাচে ৪০ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে। পাকিস্তান ৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে ও নেট রান রেটে পিছিয়ে থেকে ৬ ম্যাচে ৪০ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া আছে তিন নাম্বারে।
বাংলাদেশের উপরে আছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান, তাদের পয়েন্ট যথাক্রমে ৩০ করেই। নেট রান রেটে পিছিয়ে থাকায় পাঁচে নেমে যেতে হয়েছে টাইগারদের, ওয়েস্ট ইন্ডিজ ৭ ও ভারতের অবস্থান ৮ নাম্বারে। পরের অবস্থান গুলোতে আছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।