বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে এবার গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা তারকা রবার্ট লেওয়ানডস্কিকে ছাড়াই ঘরের মাঠে গতবারের রানার্স আপদের আতিথ্য নিবে বর্তমান চ্যাম্পিয়নরা। পোলিশ স্ট্রাইকার ব্যতীত জার্মান জায়ান্টদের আক্রমণভাগের গুরু দায়িত্ব পালনের কথা ছিল সের্গি ন্যাব্রির।
তবে ম্যাচ শুরুর ঠিক একদিন আগেই বড় ধাক্কা খেল বাভারিয়ানরা। পিএসজির ম্যাচের আগের দিন করোনা টেস্টে পজিটিভ এসেছে বায়ার্নের জার্মান সের্গি ন্যাব্রির। করোনা পজিটিভ আসায় বুধবার রাতে পিএসজির বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচে হ্যান্সি ফ্লিকের দল থেকে ছিটকে গেলেন জার্মান ফরোয়ার্ড। মঙ্গলবার টুইটারে এক বিবৃতিতে নিজেদের অ্যাকাউন্টে ন্যাব্রির করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ।

গতকাল করোনা লক্ষণ প্রকাশ দেওয়ায় সের্গি ন্যাব্রি বায়ার্ন মিউনিখের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেননি। পরে নিজের পিসিআর জমা দিলে জার্মান তারকার করোনা পজিটিভ আসে। বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানায়,
“সের্গি ন্যাব্রির করোনা পজিটিভ এসেছে। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড বর্তমানে বেশ ভালো অনুভব করছেন। এখন তিনি নিজের ঘরে কোয়ারান্টাইনে আছেন।”
সের্গি ন্যাব্রি চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। জার্মান ফরোয়ার্ডের চেয়ে কেবল লেওয়ানডস্কি ও থমাস মুলার এবার বাভারিয়ানদের জার্সিতে বেশি গোল করতে পেরেছেন। ইঞ্জুরির কারণে ছিটকে পড়া পোলিশ স্ট্রাইকারের অনুপস্থিতিতে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের উপরেই ভরসা করতে পারত বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিক, এবার পিএসজি ম্যাচ শুরুর ঠিক আগের দিন সের্গি ন্যাব্রির খেলতে না পারার সংবাদ কিছুটা হলেও দুচিন্তায় ফেলবে বাভারিয়ানদের।