দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা শেষে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু কাপে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছিলেন সাকিব, কিন্তু ব্যাট হাতে কিছুটা জড়তা ছিলই। দীর্ঘদিন বাদে ক্রিকেটে ফেরার প্রতিচ্ছবিটা কিছুটা হলেও ভেসে উঠেছিল ওই সিরিজে। আর সেই ছাপটাই আরও একবার দেখা মিললো সাকিবের ব্যাটে ।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন সাকিব। কিন্তু আইপিএলের আজকের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিংটাও ভালো হয়নি সাকিবের। ২ ওভার হাত ঘুরিয়ে পাননি কোনও উইকেট। সাকিবের পার্পল টিমের দেয়া ৮৮ রানের লক্ষ শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে গোল্ড টিম জিতেছে ১০ উইকেটে। শুভমান একাই খেলেছেন ৩৫ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস। অন্য পাশে সাপোর্টিং রোলে ছিলেন নিতীশ রানা।
জানা গেছে এর আগে ৯ বল খেলে ৩ রানে আউট হয়েছেন সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছে কলকাতা নাইট রাইডার্স। গোল্ড দলের নেতৃত্বে আছেন শুভমান গিল এবং সাকিবদের পার্পল দলের নেতৃত্ব দিচ্ছেন অজি অলরাউন্ডার বেন কাটিং।
দীর্ঘদিন ধরেই ফাস্ট বোলারদের স্লোয়ারে একটু সমস্যা হচ্ছে সাকিবের। আজও তার ভিন্ন ঘটেনি। আউট হয়েছেন ভেঙ্কটেশ আয়ারের স্লোয়ারে বোকা হয়ে। তবে প্রস্তুতি ম্যাচ এতটা আমলে নিতে চান না কেউই। সাকিবই হয়তো সেটিই চাইবেন। ২০১৯ বিশ্বকাপেও প্রস্তুতি ম্যাচে ততটা ভালো করতে পেরেছিলেন না সাকিব। কিন্তু চুড়ান্ত ম্যাচের গল্পটা তো সবারই জানা।
৯ এপ্রিল পর্দা উঠবে আইপিএলের ১৪ তম আসরের।
টিম গোল্ডঃ শুভমান গিল (অধিনায়ক), নীতিশ রানা, ভেঙ্কেটেশ আইয়ার, কারুন নায়ার, শেলডন জ্যাকসন, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা এবং একজন নেট বোলার।
টিম পার্পলঃ টিম সেইফার্ট, রাহুল ত্রিপাটি, গুরকিরাত মান, সাকিব আল হাসান, বেন কাটিং, পবন নেগি, শিভাম মাভি, ভৈবব অরোরা, ওয়ারিয়ার এবং একজন নেট বোলার।