গত তিন মাসে ফিফা থেকে কোনো অর্থ বরাদ্দ পায়নি বাফুফে। সাথে পায়নি কোভিড-১৯ ফান্ডের কোনো অর্থ। এসব নিয়েই অভিযোগ উঠে যে বাফুফের অস্বচ্ছতা ও অনিয়মের কারণে ফিফা তাদের অনুদান বন্ধ করে দিয়েছে।
বাফুফের ফিনান্স ইস্যু নিয়ে আজ দুপুরে এক ভার্চুয়াল সভায় বসে ফিফা ও বাফুফের ফিনান্স কমিটি। যেখানে ফিফার হয়ে উপস্থিত ছিলেন ফিফা মেম্বারস এসোসিয়েশন ডিপার্টমেন্ট, ফিফা ফিনান্স ডিপার্টমেন্ট এবং কম্পলাইন্স ডিপার্টমেন্টের কর্মকর্তারা। সভা শেষে বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি জানান,
“এই সভায় ফিফা কর্মকর্তারা বাফুফের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অর্থ ছাড় হচ্ছে না বলে যে কথাগুলো শুনেছেন সে তথ্য সঠিক নয়। ফিফা কোনো ধরনের ফান্ড স্থগিত করেনি। ফিফা যখন আলোচনা করে তখন আমাদের বলার জন্য স্বচ্ছতার কথা বলেছে।”
ফিফার সাথে ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক জনাব আবু নাইম সোহাগ। তিনি জানালেন,
“১৫ দিন আগেও ফিফা থেকে আমরা একটা বরাদ্দ পেয়েছি। ওই বরাদ্দের কাগজপত্রে আমাদের সিনিয়র সহ-সভাপতি ৪ এপ্রিল স্বাক্ষরও করেছেন।”
কোভিডের কারণে বাফুফে ফরোয়ার্ড প্রোগ্রাম গুলো করতে পারেনি যে কারণে ফিফা থেকে ফান্ড ছাড় হয়নি। আমাদের মত অনেক দেশই কোভিড ফান্ড পায়নি। কাজ শুরু বা শেষ না করলে তো আর ফান্ড ছাড় হবে না সেকারণেই আমরা সেটা নিতে পারেনি, জানিয়েছেন আব্দুস সালাম মুর্শেদি।
তবে বাফুফেকে আর্থিক সংক্রান্ত কার্যক্রমে আরও স্বচ্ছ্বতা, নিরপেক্ষতা ও জবাদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে ফিফা থেকে অনুরোধ জানানো হয়েছে। যার ফলে ভবিষ্যতে ফিফার ফরোয়ার্ড প্রজেক্টগুলো বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে।