সর্বশেষ ২০১৩ সালে আয়োজিত হয়েছিলো বাংলাদেশ গেমস, এরপর আর আয়োজিত হয়নি দেশের সর্বোচ্চ এই ক্রীড়া মঞ্চের। দীর্ঘ সাত বছর পর ২০২০ সালে আয়োজিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর কারণে এক বছর পিছিয়ে ২০২১ সালে আয়োজিত হচ্ছে এই ক্রীড়া উৎসব। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ১-১০ এপ্রিল পর্যন্ত।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আসন গ্রহণের পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এরপর আট বিভাগ (ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট) এবং সার্ভিসেস দল গুলোর ক্রীড়াবিদরা সারিবদ্ধ হয়ে মাঠে অবস্থান নেন। ক্রীড়াবিদদের পক্ষে শপথবাক্য পাঠ করেন আর্চার রোমান সানা এবং বিচারকদের পক্ষে শপথবাক্য পাঠ করান সাবেক জুডো তারকা কামরুন্নাহার হিরু।
প্রধানমন্ত্রীকে ক্রীড়াবিদদের অভিবাদনের পর শুভেচ্ছা বক্তব্য দেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এরপর বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য শুরু করেন সন্ধ্যা ৭ টা ৩২ মিনিটে। প্রায় নয় মিনিটের বক্তব্যে তিনি দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলেছেন। দেশের ক্রীড়া ক্ষেত্র যেন আর এগিয়ে যায় সেটা নিয়েও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ গেমস উদ্বোধন করেন তিনি।
এরপর মশাল প্রজ্জ্বলন করেন গলফার সিদ্দিকুর রহমান ও এসএ গেমসে স্বর্ণ জয়ী সাতারু মাহফুজা খাতুন শিলা।