গত বছরের শুরতে স্পন্সরের সাথে চুক্তি শেষ হওয়ার পর করোনা পরিস্থিতির কারণে সিরিজ বাই সিরিজ স্পন্সর নিয়েছে বাংলাদেশ কিরকেট বোর্ড, এবার দীর্ঘমেয়াদি চুক্তি করলো বিসিবি। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ।
২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ, এই চুক্তির আওতায় থাকবে পুরষ ও নারী জাতীয় দল, এ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ থেকেই চুক্তি কার্যকর হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শেষ হবে ২০২৩ বিশ্বকাপে।
বাংলাদেশ দলের সাথে যুক্ত হওয়ায় দারাজকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরি সুজন। তিনি বলেন, “আমি দারাজকে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ক্রিকেটের জন্য এগিয়ে এসে এটার সাথে যুক্ত হবার জন্য। আমি নিশ্চিত এটা শক্ত এক বন্ধন হবে, যেহেতু আমাদের একই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেটের সাফল্য।”
নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর ছিল আরেক অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি, এর আগে টাইগারদের দীর্ঘমেয়াদি স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ ছিল ইউনিলিভার বাংলাদেশ।