বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সকল ক্রিকেটারকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বাংলাদেশের পর দ্বিতীয় দেশে হিসেবে করোনার টিকা পাচ্ছেন শ্রীলংকার ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসির ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা।
দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর মধ্যে শ্রীলংকার কোভিড প্রটোকল অনেক খানি জটিল। বেশ নিরাপদও দেশটি। তবে করনা মুক্ত নয়। তারপরও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন প্রায় দুই শতাধিক মানুষ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের একটু বেশি নির্ভার করতেই ভ্যাকসিন আনছে লঙ্কান ক্রিকেট বোর্ড। প্রথম দফায় শুধুমাত্র স্কোয়াডের ক্রিকেটাররাই পাচ্ছেন এই টিকা। পরবর্তীতে আস্তে আস্তে দেশের সকল ক্রিকেটাররাই আসবে ভ্যকসিনের আওতায়। ১১ এপ্রিলের মাঝেই শেষ হবে টিকা কার্যক্রম।
এসএলসি চেয়ারম্যান বলেন, “আমরা পর্যায়ক্রমে সব ক্রিকেটারকেই ভ্যাক্সিন দিব। তবে প্রথমধাপে তা সম্ভব হবে হচ্ছে না। সে কারণেই শুধুমাত্র স্কোয়াডে যারা থাকবেন তারাই ভ্যাক্সিন পাবেন। ১১ এপ্রিলের মধ্যে করোনার ভ্যাকসিন দিয়ে শেষ হবে। সেই সঙ্গে সিরিজ সংশ্লিষ্ট সবার নিয়মিত বিরতিতেই কোভিড টেস্ট করানো হবে। স্বাস্থ্য অধিদপ্তর এ নিয়ে আমাদের সবুজ সংকেত দিয়েছে।”
বাংলাদেশ ক্রিকেটার এবং লঙ্কান ক্রিকেটাররা ভ্যাকসিনের আওতায় থাকলেও এই সিরিজে বায়ো সিকিউরড পরিবেশ নিয়ে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না লঙ্কান ক্রিকেট বোর্ড। সে বিষয়ে এসএলসি চেয়ারম্যান অ্যাসলে ডি সিলভা আরও বলেন, “নিরাপত্তা নিয়ে কোনও হুমকি নেই। তবুও আমার কোন ঝুঁকির মাঝে থাকতে চাই না। সেই সঙ্গে বায়োবাবলও আরো কঠোরভাবে করবো আমরা। কারণ হঠাৎ করেই করোনার প্রকোপ কিছুটা বেড়ে গেছে। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষটি সবার আগে।”
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে তিনদিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন করতে হবে টাইগারদের তিন দফা করোনা ভাইরাস পরীক্ষা শেষে বাংলাদেশের ক্রিকেটারদের ফলাফল নেগেটিভ আসলেই কেবল খেলার সুযোগ পাবে বাংলাদেশ।