নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে আরাধ্য জয়ের সন্ধান এবারের সফরেও পাইনি বাংলাদেশ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও লজ্জ্বায় ডুবে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। নিউজিল্যান্ড থেকে তাই শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে তাদের।
দুঃস্বপ্নের এই সিরিজে ব্যাটে-বলে করুণ পারফর্মেন্সের সাথে যোগ হয়েছিল বাজে ফিল্ডিংয়ে মহড়া। শিশুসুলভ সব ক্যাচ মিসে বোলারদের হতাশা আরও কয়েকগুণ বাড়িয়েছেন ফিল্ডাররা। সফরের প্রতিটি ম্যাচেই একাধিক ক্যাচ ছেড়েছে বাংলাদেশ দল।
স্বভাবতই এমন হতাশার সফরে মাঠে বাজে সময় কাটিয়েছেন টাইগার বোলাররাও। যেখানে ব্যক্তিগতভাবে নিজেদের মেলে ধরতে পারেননি কোনও বাংলাদেশি বোলার।
সফরের সবগুলো ম্যাচ খেলে টাইগারদের হয়ে সর্বাধিক ৬ উইকেট নিয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। যেখানে এই অফস্পিনারে গড় ৩৬। আর ৩ ওয়ানডে এবং ২ টি-টোয়েন্টি খেলা তাসকিন আহমেদ পেয়েছেন ৪ উইকেট। যেখানে টাইগার পেসারের গড় ৫৬।
এছাড়া রুবেল হোসেন দুই ম্যাচে ৩টি এবং মুস্তাফিজুর রহমান চার ম্যাচে ৩টি উইকেট পেয়েছেন। যেখানে দুই পেসারের গড় সমান ৩৪। এছাড়া অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম এবং স্পিনার নাসুম আহমেদ ২টি করে উইকেট পেয়েছেন।
তবে উইকেট শূন্য ছিলেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ। তিন ওয়ানডেতে খেললেই উইকেটের দেখা পাননি ডানহাতি অফ স্পিনার। ফলে ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন তিনি।