আইপিএলে এখন পর্যন্ত ২১৩ বার বলকে উড়িয়ে বাউন্ডারির ওপারে আছড়ে ফেলেছেন। তবে নিশ্চিত ভাবেই এবার ভিন্ন ছক্কা হাঁকানোর লক্ষ্য নিয়ে আইপিএল শুরু করবেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত, রাহুল চাহারেরও বিশ্বাস রোহিতের হাত ধরেই ষষ্ঠ ট্রফি জিতবে মুম্বাই।
সাফল্য, মুম্বাই ও রোহিত, আইপিএলে যেন একে অপরের সমর্থক। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই, জিতেছে ৫ টি আইপিএল ট্রফি। অনেকেরই বিশ্বাস এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখবে দলটি, আর সেটা হলে ছক্কা হয়ে যাবে রোহিত শর্মারও।
মুম্বাইয়ের চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ অংশ স্পিনার রাহুল চাহারও, সর্বশেষ দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পথে ২০২০ সালে ১৫ ও ২০১৯ সালে নিয়েছেন ১৩ উইকেট। এবারও রাহুল চাহারের ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সেটা বলেই দেওয়া যায়, তিনি নিজেও বেশ আত্মবিশ্বাসী।
রাহুল চাহার বলেন, “আমি আত্মবিশ্বাসী যে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ষষ্ঠ শিরোপা জিতবে। ছেলেরা যেভাবে পারফর্ম করছে এবং যেমন ফর্মে আছে, বিশেষ করে রোহিত ভাই, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান ও সূর্যকুমার। দারুণ শক্তিশালি দল আমাদের।”
নিজেদের ফেভারিট দাবী করে রোহিত ছক্কা হাঁকাবেন বলে জানিয়েছেন রাহুল চাহার। তিনি আরও বলেন, “টানা তৃতীয় আর সবমিলিয়ে ষষ্ঠ শিরোপা জয়ে এই দলই ফেবারিট। আমি নিশ্চিত, এবার রোহিত ভাই (রোহিত শর্মা) শিরোপার ছক্কা মারবেন।”
৯ এপ্রিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।