২০১৬ টি-২০ বিশ্বকাপে ইডেনের সেই ম্যাচের পর কেটে গেছে পাঁচ বছর। কিন্তু ভারতের মাটিতে আর খেলা হয়নি পাকিস্তানের। এমনকি ভারতও যায়নি পাকিস্তানে। দেশের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের কয়েকদফা চেষ্টা চালালেও তা আলোর মুখ দেখেনি।
অবশেষে ভারতের মাটিতে খেলতে যাওয়ার সম্ভাবনা জোর হয়েছে। কাটতে যাচ্ছে অনিশ্চয়তা। নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ভিসার আবেদন জানিয়েছিল পিসিবি। জানা গিয়েছিল পাকিস্তানিদের ভিসার অনুমোদন দেবে না ভারত। কিন্তু বিসিসিআই জানিয়েছে পাকিস্তানকে ভিসা দিতে চায় ভারত।
এমনকি ভিসাগত সমস্ত জটিলতা নিরসনে কাজ করবে ভারতীয় বোর্ড। যার জন্য লিখিতভাবে নিশ্চয়তাও দিতে চায় বিসিসিআই। এমনটি হলে ২০১৯ সালের বিশ্বকাপের পর আবারও একটি সম্ভাবনা তৈরি হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার।
এদিকে একটা সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের পাকিস্তানে যাওয়া নিয়েও। ২০২০ এশিয়া কাপ হবার কথা ছিল পাকিস্তানের মাটিতে। যদিও পাকিস্তানে খেলতে না যাওয়ার ব্যাপারে একেবারে অনড় ভারত। তবে ভেস্তে গেছে সেই এশিয়া কাপ। পুনরায় ২০২২ সালে ধার্য্য করা হয়েছে এশিয়া কাপের সূচি।
সে পর্যন্ত পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে বলে মত অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। আর যদি তা না হয়, বাধ্য হয়ে পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজন করতে হবে নিরপেক্ষ কোনও ভেন্যুতে।