তিন বছর আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট হাতছাড়া করে ইংলিশ জায়ান্ট লিভারপুল। আজ সুযোগ ছিল সেই হারের প্রতিশোধ নেওয়ার। তবে এবার ফাইনাল নয়, উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেই ইউরোপ সেরার আসরের সফলতম দলটিকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল অলরেডদের।
মঙ্গলববার রাতে প্রতিশোধের আশা নিয়েই রিয়াল মাদ্রিদের মাঠে নেমেছিল ইয়ুর্গেন ক্লপের দল। কিন্তু, সব আশায় গুড়েবালি। প্রতিশোধ নয়, উলটো প্রতিপক্ষের মাঠে হেরে বসে গেল ইংলিশ চ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান উইংগার ভিনিসিয়াসের অসাধারণ পারফরম্যান্সে প্রতিপক্ষের মাঠে উড়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল।

স্ত্যাদিও আলফ্রেড ডি স্টেফানো স্টোডিয়ামে লিভারপুল দলকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। শুরুতে টনি ক্রুসের দুর্দান্ত পাসে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান বিস্ময়বালক ভিনিসিয়াস। বিরতির আগে লিভারপুলের ডিফেন্ডার আলেক্সান্ডার আর্নোল্ডের ভুলে রিয়াল মাদ্রিদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো অ্যাসেনসিও।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে সফরকারীদের হয়ে গোল করে ব্যবধান কমান মোহাম্মদ সালাহ। বাঁ দিক থেকে দিয়েগো জোতার পাসে ছয় গজ দূর থেকে জোরালো শটে গোল করেন মিশরীয় এই ফরোয়ার্ড। তবে শেষ রক্ষা হয়নি ইয়ুর্গেন ক্লপের দলের।

ম্যাচের ৬৫তম মিনিটে লুকা মদ্রিচের দুর্দান্ত পাস থেকে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকারকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করে স্বাগতিকদের ব্যবধান আরও বাড়িয়ে দেন ভিনিসিয়াস। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ব্রাজিলিয়ান উইংগারের চেয়ে কম বয়সে কেবল কিলিয়ান এমবাপ্পেই প্রতিযোগিতায় জোড়া গোল করতে পেরেছেন।
বাঁকি সময় অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ফলে ভিনিসিয়াস ও মার্কোস অ্যাসেনসিওর কল্যাণে ঘরের মাঠে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। এই নিয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে লিভারপুলকে টানা ৪ ম্যাচ হারালো রিয়াল মাদ্রিদ। যা প্রতিযোগিতার ইতিহাসে ইংলিশ ক্লাবটির বিপক্ষে যেকোন দলের মধ্যে সর্বোচ্চ। আর সবমিলিয়ে নকআউট স্টেজের প্রথম লেগে সবশেষ দশবারের নয়বারই জয় পেল ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

দুর্দান্ত এই জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা এগিয়ে রাখলো জিনেদিন জিদানের দল। যদিও প্রতিপক্ষের মাঠে গুরুত্বপূর্ণ এক অ্যাওয়ে গোল কিছুটা ক্ষীণ সম্ভাবনা জাগিয়ে রেখেছে লিভারপুলেরও। আগামী ১৫ই আগষ্ঠ লিভারপুলের মাঠে ফিরতি লেগে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ।