২০২১ আইপিএল এর জন্য কন্ডিশনিং ক্যাম্প শেষে মুম্বাই থেকে চেন্নাই পৌঁছেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। আজ (বৃহস্পতিবার) বিকেল তিনটার দিকে চার্টাড ফ্লাইটে চেন্নাই পৌছেছে কেকেআর। টুর্নামেন্ট শুরুর ৩ ম্যাচ এখানেই খেলবে দুই বারের চ্যাম্পিয়নরা।
সাকিব আল হাসানরা মুম্বাইয়ে দলের সাথে যোগ দিলেও লকি ফার্গুসন, প্যাট কামিন্স, কুলদীপ যাদবরা কোয়ারেন্টাইনে আছেন চেন্নাইয়ের টিম হোটেলে। ৯ এপ্রিল আইপিএলের পর্দা উঠলেও চিপকে ১১ এপ্রিল সানরাইজার্স হাইদ্রাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কলকাতা।
📸 Knights in Flight!
Mumbai ➡️ Chennai ✈️@RealShubmanGill @gurkeeratmann22 @prasidh43 @Bazmccullum @chakaravarthy29 #KKRHaiTaiyaar #IPL2021 pic.twitter.com/H8D63XZMKR
— KolkataKnightRiders (@KKRiders) April 8, 2021
ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলটি ১৩ এপ্রিল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং ১৮ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরু বিপক্ষে মাঠে নামবে একই ভেন্যুতে। চেন্নাই লেগ শেষে কলকাতা ফিরবে মুম্বাইয়ে। এর পরের লেগ হবে ব্যাঙ্গালরুতে।
করোনা ভাইরাস এর কথা মাথায় রেখেই এবারই প্রথম হোম ভেন্যু সিস্টেম থেকে সরে এসেছে আইপিএল কর্তৃপক্ষ। এবার আইপিএলের কোন দলই হোম ভেন্যু সুবিধা পাচ্ছে না। যার ফলে কমেছে ভ্রমণক্লান্তি সহ নানান অসুবিধা।