এবারের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে রাজস্থান রয়্যালসের সাঞ্জু স্যামসনকে, অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের। আইপিএলে অধিনায়কত্ব পাওয়াটা সৌভাগ্যের বলে মনে করছেন সাঞ্জু স্যামসন।
আনুষ্ঠানিকভাবে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে রাজস্থান রয়্যালস, যদিও আগেই তার নাম জানিয়েছিলো রাজস্থান। অধিনায়কত্ব পেয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাঞ্জু স্যামসন, দলকে সাফল্য এনে দেওয়ার প্রত্যয় ঝড়েছে তার কণ্ঠ থেকে।
দায়িত্ব পাওয়ার পর জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার ভিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার কথা জানিয়েছেন স্যামসন। তিনি বলেন, “এটা চেপে রাখা খুবই কঠিন ছিল, অবশ্যই এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। আমি ভিরাট ভাই, রোহিত ভাই এবং মাহি ভাইয়ের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছি।”
অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত সাঞ্জু স্যামসন, জানিয়েছেন এটা তার জন্য সৌভাগ্যের ব্যাপার। রাজস্থান রয়্যালসের নতুন এই অধিনায়ক বলেন, “আমার কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার। ১৮ বছর বয়সে এই দলে এসেছিলাম, ২৬ বছরর এসে দলের দায়িত্ব তুলে দেওয়া হলো। আমি দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবো।”
৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর, রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল। মুস্তাফিজদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।