আগামী জুলাইতে বয়স হবে ২১। কিন্তু তার আগেই ফুটবল বিশ্বে যে সব কাণ্ডকীর্তি করে চলেছেন আর্লিং হ্যালান্ড তাতে তাঁকে নিয়ে বড় ক্লাবগুলোর কাড়াকাড়ি, টানাটানি যে শুরু হবে তা আগেই জানা ছিল। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার নরওয়েজিয়ান কদিন আগে সবচেয়ে কম ম্যাচে ২০ গোল করার রেকর্ড গড়েছেন ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে। এবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তার দুুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করেই মূলত বরুশিয়া ডর্টমুন্ড প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
অনেক আগে থেকেই তাঁর দিকে তীক্ষ্ণ চোখ রেখেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি ক্লাব পিএসজির মত দলগুলো। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ব্যতীত বর্তমানে করোনা প্যান্ডামিকে বড় ক্লাবগুলোর অর্থনৈতিক অবস্থা শোচনীয় থাকলেও ২০ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে সম্ভব্য সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে কাল স্পেনে গিয়ে যেন রীতিমতো আগুন লাগিয়ে আসছেন ডর্টমুন্ড তারকার এজেন্ট মিনো রাইওলা।
গতকাল সকালে আর্লিং হ্যালান্ডের এজেন্ট মিনো রাইওলা ও তার বাবা ইঙ্গে হাল্যান্ড বার্সেলোনাতে যায় তার সম্ভব্য ট্রান্সফার নিয়ে কথ বলতে। ঠিক এমনটাই জানিয়েছিলেন ইউরোপের ট্রান্সফার বিষয়ক বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। পরে স্প্যানিশ পত্রিকা স্পোর্টও বিষয়টি নিশ্চিত করে।
বেশকিছু দিন ধরেই মিনো রাইওলা ডর্টমুন্ডে থেকে আর্লিং হ্যালান্ডের সম্ভব্য মূল্য নিয়ে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে কথা বলে। গতকাল সকালে রাইওলা নিজে ও হ্যালান্ডের বাবা ইঙ্গে হ্যালান্ড বার্সেলোনা সফর করে। সেখানে বার্সার নতুন সভাপতি হুয়ান লাপোর্তা দুজনকে ব্যক্তিগত গাড়িতে নিয়ে স্বাগতম জানায়। স্প্যানিশ দৈনিক স্পোর্ট তাদের একটি ভিডিও প্রকাশ করে।

স্পেনের শীর্ষ গণমাধ্যমগুলোর মতে, এসময় দু পক্ষের মধ্যে বেশ পজিটিভ আলোচনা হয়। ম্যানচেস্টার সিটি, চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজির মত টপ জায়ান্টদের রেসে বার্সেলোনাও আর্লিং হ্যালান্ডকে নিজেদের দলে ভেড়াতে চায়। ফলে নরওয়ের বিস্ময়বালক নিয়ে নিজেদের প্রজেক্ট প্ল্যানিং সম্পর্কে হ্যালান্ডের এজেন্টকে জানায় প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। এসময় কাতালান ক্লাবটি হ্যালান্ডকে দলে ভেড়ানোর প্রথম ধাপটিও নাকি সম্পন্ন করে।
ততক্ষণ পর্যন্ত সবকিছুই কাতালান সমর্থকদের জন্য ঠিকঠাক চলছিল। কিন্তু,সমস্যাটা বেজে যায় সন্ধ্যা হওয়ার একটু পরই। নাটকীয়ভাবে হ্যালান্ডের এজেন্ট স্থানীয় সময় সন্ধ্যায় ব্যক্তিগত বিমানে চড়ে পাড়ি জমান বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের। একই দিনে মিনো রাইওলা হ্যালান্ডের সম্ভব্য ট্রান্সফার নিয়ে কথা বলে ফেলেন স্পেনের ঐতিহ্যবাহী দুই ক্লাবের সঙ্গে।
এসময় ফ্যাব্রিজিও রোমানো ও স্প্যানিশ দৈনিক মার্কা খবর করে,বার্সেলোনা থেকে হ্যালান্ডের বাবা ইঙ্গে হ্যালান্ড ও এজেন্ট মিনো রাইওলা সন্ধ্যায় ব্যক্তিগত বিমানে চড়ে স্পেনের রাজধানী মাদ্রিদে পাড়ি দেয়। তারা রিয়াল মাদ্রিদের সিইও জোসে সানচেজের সাথে দেখা করতে লস ব্লাংকোসদের ট্রেইনিং বেইজ ভালদেবেবাসে অবস্থান নেন।

আর সেখানেই দুজন রিয়াল মাদ্রিদের স্পোর্টিং প্রজেক্ট পর্যালোচনা করে। এসময় আর্লিং হ্যালান্ডকে নিয়ে রিয়াল মাদ্রিদের প্ল্যানিং সম্পর্কে আলোচনা করেন এজেন্ট মিনো রাইওলা। পুরো দিনে ভক্তদের চাপা উত্তেজনার মধ্যেই অফিশিয়াল কোন স্বিদ্ধান্ত না পৌছে রাতে দুজন স্পেন ত্যাগ করে।
জানা গেছে, আর্লিং হ্যালান্ডের সম্ভব্য ট্রান্সফার নিয়ে তার এজেন্ট রাইওলা কেবল স্পেনই নয়; ইংল্যান্ড ও ফ্রান্সেও সফর করবেন। সবকিছু খোঁজ নিয়ে ডর্টমুন্ড তারকার জন্য সেরা গন্তব্যই ঠিক করতে চায় মিনো রাইওলা।
জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে আরো এক বছরের চুক্তি রয়েছে আর্লিং হ্যালান্ডের। তার আগে কোন ক্লাব ২০ বছর বয়সী এই তারকাকে নিজেদের দলে ভেড়াতে চাইলে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর মত খরচ করতে হবে। যদিও সামনের বছর জুলাইতেই তার রিলিজ ক্লজ ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়েই দলে ভেড়াতে পারবে দলগুলো। কিন্তু, কথা হচ্ছে, ততদিন পর্যন্ত কি ক্লাবগুলো অপেক্ষা করবে?