গত বছরে হানা করোনার তাণ্ডব ভুলে যায়নি ইউরোপের দেশ ফ্রান্স। এ বছর নতুন করে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে ফরাসি সরকার ঘোষণা করেছে এক মাসের দীর্ঘ লকডাউন।
করোনা আক্রান্ত রোগি বাড়ার ফলে স্বভাবতই হুমকির মুখে পড়েছে ফরাসি ওপেন টেনিস। এমন পরিস্থিতিতে ফ্রেঞ্চ ওপেন টেনিস পিছিয়ে যাবার ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী রোক্সানা মারাসিনিনু।
ফ্রান্স জুড়ে ৩য় বারের মত লকডাউন ঘোষণা হলেও প্রতিযোগিতামূলক পেশাদার ক্রীড়া ইভেন্টগুলো চালু রাখার চেষ্টা চালাচ্ছি ফরাসি সরকার।
আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য সাইক্লিংয়ের প্যারিস রোবেইক্স একদিনের প্রতিযোগিতাটি বাতিল করা হয়েছে। গত বছর করোনার কারণে ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে গিয়েছিল চার মাসের জন্য । এবারও ২৩ মে থেকে শুরু হবার কথা থাকলেও তা যথেষ্ট সন্দিহান আন্তর্জাতিক টেনিস ফেডারেশন।
সম্পর্কে ফ্রান্স ইনফো রেডিওতে মারাসিনিনু বলেছেন, “ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের সাথে এই বিষয়টি নিয়ে আমরা প্রচুর আলাপ আলোচনা করেছি। দেখা যাক এবারের আসর সঠিক সময়ে শুরু করতে পারা যায় কিনা।
আজ পর্যন্ত যদিও সব ধরনের পেশাদার ক্রীড়া ইভেন্ট নির্ধারিত সময় অনুযায়ী চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। তবুও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব করোনা সংক্রমনের ঝুঁকি এড়িয়ে এগুলো আয়োজন করার। আমি আসলে ফ্রেঞ্চ ওপেন স্থগিত হওয়ার বিষয়টি ভাবতেই পারছি না।”