আইপিএলের চূড়ান্ত ম্যাচ শুরু হবার পূর্বে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের মধ্যে ভাগ হয়ে গতকাল মাঠে নেমেছিল সাকিব আল হাসানরা। যেখানে বেন কাটিংয়ের টিম পার্পলকে একতরফাভাবে পরাজিত করেছে সাকিব-নীতিশ রানাদের টিম গোল্ড। এই ম্যাচেই ঘটেছে এমন অবাক করা কান্ড।
প্রথমে ব্যাট করা টিম পার্পল দুর্দান্ত শুরু করে। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়েই স্কোরবোর্ডে যোগ করে ৫২ রান। ১০ ওভার শেষে যেটি গিয়ে দাঁড়ায় ৭৫। কিন্তু এর পরেই সাকিবদের বোলিং তোপে পড়ে টিম পার্পল।
৪ ওভারে ৮ রান খরচায় সাকিব নেন টিম সেইফার্ট আর পবন নেগির উইকেট। শেষমেশ তারা ১১২ রানে অল-আউট হয়ে যায়। জবাবে টিম গোল্ড ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে তোলে ৭৮ রান । সুতরাং জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান। হাতে ছিল ৮ উইকেট।
ম্যাচ একপেশে হলে আর প্রস্তুতির মজা কি! এজন্যই কোচ ব্র্যান্ডন ম্যাককলাম টিম গোল্ডের লক্ষ্য বাড়িয়ে দেন। পরের ১০ ওভারে ৩৫ লাগলেও বাড়িয়ে লক্ষ্য দেয়া হয় ১০২ রানের।অর্থাৎ সবমিলে লক্ষ্য গিয়ে দাড়ায় ১৮৫ তে।
টিম গোল্ড ১৯.৪ ওভারে ১৮৬ রান তুলে ম্যাচ জিতে যায়। মিড-উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে ম্যাচ জেতান আন্দ্রে রাসেল। ১০ বলে ১ ছক্কা আর এক চারে সাকিব করেন ১৭ রান।