গত বছর করোনা মহামারীর কারণে পুরা মৌসুম’ই স্থগিত করতে বাধ্য হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দীর্ঘ দিন পর গত ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে আবারও মাঠে ফিরে দেশের ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের পর ইতোমধ্যে প্রিমিয়ার লিগের প্রথম পর্বও সমাপ্ত হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছাড়া বাংলাদেশ চ্যাম্পিয়নস শীপেরও (বিসিএল) প্রথম পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে দেশের শীর্ষ স্থানীয় এই দুই লিগের মধ্যবর্তী দল বদল চলছে।
এই দুই লিগ ছাড়াও মহানগর ফুটবলের তৃতীয় বিভাগ লিগও চলমান ছিল। সেই সাথে গত ৩১শে মার্চ মাঠে গড়িয়েছে বাংলাদেশ নারী ফুটবল লিগ। তবে আগামীকাল থেকে শুরু হওয়া সাত দিনের লক ডাউনে সাময়িক ভাবে বন্ধ হয়ে যাচ্ছে চলমান ঘরোয়া ফুটবলের সব লিগ। আজ বিকেলে বাফুফে ভবনে বিষয়টি নিশ্চিত করেছে সাধারণ সম্পাদক জনাব আবু নাঈম সোহাগ। তিনি আরও জানান,
“আমাদের যে খেলা গুলো এখন মাঠে রয়েছে সেগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। লক ডাউন যেদিন শেষ হবে তার পরবর্তী নূন্যতম ৭ দিন সময় দিয়ে পুনরায় লিগ গুলো শুরু হবে। আমরা ইতোমধ্যে অংশগ্রহণকৃত দল গুলোকে লিখিত ভাবে অভহিত করেছি যে লক ডাউন শেষের সাত দিন সময় নিয়ে আমরা আবারও লিগ শুরু করবো এবং সাময়িক ভাবে বাংলাদেশ গেমসের ফুটবল ছাড়া সকল ধরনের ফুটবল স্থগিত ঘোষণা করছি।”
এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস শীপের চলছে মধ্যবর্তীকালীন দলবদল, যা শেষ হবে ৭ এপ্রিল। এই লক ডাউনের মধ্যে দল বদলের তারিখ বাড়ানো হবে কিনা সেটার জন্য ফিফার কাছে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন আবু নাঈম সোহাগ। তিনি আরও বলেন,
“আশা করছি আগামী ৫ তারিখের মধ্যে আমরা ফিফার কাছ থেকে ফিডব্যাক পেয়ে যাবো। কিন্তু আবারও ছুটির দিনে পরে গেছে (শনি, রবিবার ইউরোপে ছুটি)। তবে আশা করি কালকে ফিফার হট লাইনে যোগাযোগ করলে আমরা একটা ফিডব্যাক আনতে সক্ষম হবো।”