রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের পর বাসায় ফিরে করানো কোভিড টেস্টে পজিটিভ আসে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের, এরপর থেকে বাড়িতে চলছিল তার চিকিৎসা। তবে গতকাল শচিনের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা তার সুস্থতা কামনা করে চলেছেন।
শচিন টেন্ডুলকার করোনায় আক্রান্ত হওয়ার পর তার সুস্থতা কামনায় শুভ কামনা জানান পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, এরপর শচিনের সুস্থতা কামনা করেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আকতার। এবার শচিনের সুস্থতা কামনা করে টুইট করেছেন পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদিও।
এক টুইট বার্তায় শহিদ আফ্রিদি বলেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো কিংবদন্তি। কোনও সন্দেহ নেই তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আশা করছি, খুব কম সময়ই হাসপাতালে থাকবে তুমি, আরও কম দিনে সুস্থ হয়ে উঠবে।”
Wishing you a speedy recovery Legend . No doubt that you will make a strong recovery.
May your hospital stay be short and your recovery even shorter! https://t.co/JfYhJeBTre— Shahid Afridi (@SAfridiOfficial) April 2, 2021
ভারত-পাকিস্তান বৈরি সম্পর্ক পেরিয়ে শচিন-আফ্রিদি সম্পর্কটা বেশ ভালোই। একবার শচিন তার নিজের ব্যাট আফ্রিদিকে উপহার দিয়েছেন, সেটা দিয়ে সেঞ্চুরিও পেয়েছিলেন পাকিস্তানি এই অলরাউন্ডার।