অকল্যান্ডে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে হতে পারেনি নির্ধারিত সময়ে টস, এমন কি ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই আছে শঙ্কা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড সফরটা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের, ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর হেরে গেছে টি-টোয়েন্টি সিরিজও। অন্তত ১টা জয় পেতে ম্যাচটির দিকে তাকিয়ে আছে টাইগাররা, তবে কাজটা আরও কঠিন হয়ে গেছে ক্রিকেটারদের ইঞ্জুরিতে পড়ায়।
সাকিব আল হাসান আগে থেকেই ছুটিতে ছিলেন, ওয়ানডে সিরিজের পর ছুটিতে যান তামিম ইকবালও। ইঞ্জুরির কারণে প্রথম দুই টি-টোয়েন্টি খেলতে পারেননি মুশফিকুর রহিম, তৃতীয় ম্যাচেও তার সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। শেষ ম্যাচে খেলা হচ্ছে না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।
সব মিলিয়ে চাপে বাংলাদেশ দল, অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।