প্রতিটি নতুন সিরিজের পূর্বেই সমর্থকদের মধ্যে একটি আলাদা উদ্দীপনা কাজ করে। নতুন এই সিরিজে বাদ পড়ছেন কে বা নতুন মুখ হিসেবে সুযোগ পাচ্ছেন কে! সেটি নিয়েই মূলত সমর্থকদের উন্মাদনা। কিন্তু এবারের শ্রীলঙ্কা সফরটি যেন একাবারেই ভিন্ন।
একেরপর পর এক দিন ধার্য করেও চূড়ান্ত দল ঘোষণা করেনি বিসিবি। জানা গেল শ্রীলঙ্কায় পৌঁছেই একবারে বাংলাদেশ চূড়ান্ত দল ঘোষণা করবে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে মুমিনুল হকদের।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর অংশ হিসেবে এই দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ পাবে না প্রস্তুতি ম্যাচ খেলার জন্য স্থানীয় কোনও দল। ফলে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে প্রায় ২২ জনের প্রাথমিক একটি দল নিয়েই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। এবং সেখানে গিয়েই চুড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।
আজ গণমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, “প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের পরে আমরা মূল স্কোয়াড দেব। যেহেতু প্রস্তুতি ম্যাচ আমাদের মধ্যে খেলতে হবে, শ্রীলঙ্কার খেলোয়াড় পাব না এজন্য আমরা বেশি প্লেয়ার নিয়ে যাচ্ছি।”
নিউজিল্যান্ড থেকে ফিরে বেশিরভাগ খেলোয়াড়রাই তাদের নিজ নিজ জেলায় ফিরে গিয়েছেন। তবে মুশফিক-মাহমুদউল্লাহ সহ কয়েকজন অনুশীলন করেছেন মিরপুরে। শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়ার আগে করোনা পরীক্ষা করা হবে সকলের। ফলাফল নেগেটিভ আসলেই বিবেচনা করা হবে লঙ্কা সফরের জন্য।