২০১৯ বিশ্বকাপে তিনে নেমে ইতিহাসই গড়েছিলেন সাকিব আল হাসান, বাংলাদেশের হয়ে বৈশ্বিক কোন টুর্নামেন্টে সর্বোচ্চ রান ও টুর্নামেন্টে ৮ ম্যাচে ৬০৬ রান করেছিলেন সাকিব। টি-টোয়েন্টিতেও তিনে ব্যাট করার অভিজ্ঞতা আছে সাকিবের, সেখানেও তিনি সফলই বলা যায়।
নিজের দক্ষতা দেখানোর জন্য বিশ্বকাপের চেয়ে ভালো মঞ্চ আর হতো না, সেই দক্ষতা এবার কলকাতা নাইট রাইডার্সেরও কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। হার্শা ভোগলে মনে করেন, সাকিব তিনে ব্যাট করলে দলের ব্যাটিং অর্ডারে ভারসাম্য আসবে।
তারকা সমৃদ্ধ দল কলকাতা নাইট রাইডার্স, টপ অর্ডারে ব্যাট করার জন্য কলকাতার জন্য আছেন ইয়ন মরগান ও দিনেশ কার্তিক। অন্যদিকে একাদশে সাকিবের জায়গাটাও নিশ্চিত নয়, তবে সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনায় নারাইনের জায়গায় সাকিবেরই সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন ভোগলে।
ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, “তিনে আমি সাকিবকেই দেখছি। এটা এবার কলকাতার সবচেয়ে বড় বিতর্ক হবে, সাকিব নাকি নারাইন। নারাইন মূলত বোলার যে ব্যাট হাতে শুরুতে রান এনে দিতে পারে, কিন্তু আপনারা সাম্প্রতিক সময়ে তার পারফর্মেন্স দেখুন।”
সাকিবকে কেন তিনে খেলানো উচিত সেটারও ব্যাখ্যা দিয়েছেন হার্শা ভোগলে, “সাকিব আপনাকে কী দিচ্ছে? তিনে ব্যাট করলে সে চার, পাঁচ ও ছয়ে বিধ্বংসী ব্যাটিং অর্ডারে ভারসাম্য এনে দিচ্ছে। তিনে নেমে বিশ্বকাপে দারুণ করেছে।”
ভোগলে আরও বলেন, “হ্যাঁ, হয়ত টপ অর্ডারে বাঁহাতির ছড়াছড়ি হয়ে যাবে। কিন্তু কার্তিক ও মরগান নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিতে পারে, রাসেল ছয়ে নামল। আমার মতে, টুর্নামেন্টে এই ব্যাটিং লাইনআপের শীর্ষ ছয়ই সবচেয়ে শক্তিশালী।”
একদিন পরেই শুরু হচ্ছে এবারের আইপিএল, কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ এপ্রিল। সেই ম্যাচেই দেখা মিলবে সাকিবের একাদশে থাকা ও তাকে তিনে খেলানো নিয়ে তাদের পরিকল্পনা কি।