এ বছরের শুরুতেই নতুন রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রিতু আক্তার। উম্মে হাফসা রুমকির রেকর্ড ভেঙ্গে ১.৭০ মিটার অর্জন করে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। তবে এবার নিজের রেকর্ড ভাঙ্গতে না পারলেও বাংলাদেশ গেমসের হাই জাম্পে ১.৬৯ মিটার উচ্চতা নিয়ে স্বর্ণ জিতেছেন রিতু আক্তার।
বাংলাদেশ নৌ-বাহিনীর উম্মে হাফসা রুমকিও সমান ১.৬৯ মিটার উচ্চতা হলেও ক্রস এ্যাটেম্পটে এগিয়ে থাকায় রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সাবেক এই জাতীয় রেকর্ডধারী অ্যাথলেটের। এদিকে ১.৬০ মিটার উচ্চতা নিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নৌ-বাহিনীর রত্না খাতুন।
স্বর্ণ জয়ের পর আনন্দে ভেসেছেন রিতু আক্তার। তিনি জানান,
“মূলত আমি মানসিক ভাবে অবসাদ গ্রস্থ থাকায় সেভাবে প্রস্তুতি নিতে পারছিলাম না। তবে শেষ দুই-আড়াই মাস শিডিউল অনুযায়ী অনুশীলন করার কারণেই স্বর্ণ জিততে পেরেছি। আগের করা রেকর্ড ভাঙ্গতে পারলে আরো ভাল লাগতো। তবে জয়ী হতে পেরে আমি খুশি।”