বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত সব গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন নরওয়ের বিস্ময়বালক আর্লিং হ্যালান্ড। ধারণা করা হচ্ছে, মেসি-রোনালদো পরবর্তী যুগে যেকজন ফুটবলার রাজত্ব করবে তাদের মধ্যে ২০ বছর বয়সী এই ফুটবলার অন্যতম।
সময়ের অন্যতম সেরা তরুণ এই ফুটবলারকে দলে টানতে মুখিয়ে আছে ইউরোপের সব টপ জায়ান্ট ক্লাবরা। তাদের মধ্য নাম রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদেরও। বরুশিয়া ডর্টমুন্ড তারকাকে দলে টানতে সম্ভব্য সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।
এরইমধ্যে কয়েক দিন আগে স্পেনে গিয়ে যুদ্ধ বাজিয়ে এসেছেন আর্লিং হ্যালান্ডের এজেন্ট মিনো রাইওলা। গেল শুক্রবার দিনভর নাটকীয়তা শেষে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় ক্লাবের সঙ্গেই হ্যালান্ডের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে আলোচনা করেন এজেন্ট রাইওলা ও তার বাবা ইঙ্গে হ্যালান্ড।

খবর বেরিয়েছে,বার্সেলোনার সদ্য নতুন সভাপতি জুয়ান লাপোর্তার হ্যালান্ডকে দলে ভেড়ানোর প্রচন্ড আকাঙ্ক্ষার সুযোগ নিতে চাচ্ছে হ্যালান্ডের এজেন্ট মিনো রাইওলা। সামনে ট্রান্সফারে বরুশিয়া ডর্টমুন্ড তারকাকে দলে ভেড়াতে বার্সেলোনাকে চারটি শর্ত জুড়ে দিয়েছেন ডাচ-ইতালিয়ান সুপার এ এজেন্ট।
কাতালান রেডিও স্টেশন আরএসি 1 জানিয়েছে, আর্লিং হ্যালান্ডকে দলে ভেড়াতে হলে শুরুতেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে বার্সায় থাকার নিশ্চিয়তা দিতে হবে কাতালানদের। গুঞ্জন চলছে, সামনের ট্রান্সফারে ক্লাব ছাড়তে পারেন ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার। তবে ডর্টমুন্ড তারকা মেসিকে নিয়েই নতুন ইতিহাস রচনা করতে চান।
শুধু তাই নয়, নরওয়েজিয়ান বিস্ময়বালকের জন্য বিপুল পরিমাণ অর্থের বোনাসও দাবী করেছেন মিনো রাইওলা। এ ট্রান্সফারে যুক্ত হওয়ার জন্য স্প্যানিশ জায়ান্টদের কাছে ২০ মিলিয়ন দাবী করেছে ৫৪ বছর বয়সী এই সুপার এজেন্ট। তাছাড়া, চুক্তি শেষ হওয়ার আগে আর্লিং হ্যালান্ডের জন্য বরুশিয়া ডর্টমুন্ডের দাবি করা ১৫০ মিলিয়ন ছাড়াও তার বাবাকে আরও ২০ মিলিয়ন বোনাস দিতে হবে কাতালানদের। সবমিলিয়ে ২০২২ সালের জুনের আগে ২০ বছর বয়সী স্ট্রাইকারকে দলে ভেড়াতে হলে অন্তত ২০০-২২০ মিলিয়ন অর্থ বরাদ্ধ করতে হবে প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে। বার্সেলোনায় আর্লিং হ্যালান্ডের বার্ষিক বেতন হবে ৩০ মিলিয়ন।

স্প্যানিশ পত্রিকা মার্কার মতে, আর্লিং হ্যালান্ডের রিলিজ ক্লজ ৬০ মিলিয়ন আগামী বছর জুন মাসে কার্যকর হয়ে যাবে। তাই, নরওয়েজিয়ান তারকা এই ফুটবলারকে সামনের ট্রান্সফারেই বিক্রি করতে উঠেপড়ে লেগেছে তার এজেন্ট মিনো রাইওলা। ডাচ-ইতালিয়ান সুপার এই এজেন্ট আর্লিং হ্যালান্ডের ট্রান্সফার থেকে অন্তত ২০-২৫ মিলিয়ন কমিশন আদায় করতে চায়। এর আগে ফরাসি মিডফিল্ডার পল পগবার ট্রান্সফারেও বিপুল অংকের বোনাস আদায় করেন ৫৪ বছর বয়সী এই সুপার এজেন্ট।