ব্রাজিলের উত্তর-পূর্বে অবস্থিত পারাইবা রাজ্যের নর্থ-ইস্টার্ন কাপে প্রতিপক্ষ ত্রেজির বিপক্ষে মাত্র সতের সেকেন্ডের মাথায় সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়ে বোতাফোগোর মিডফিল্ডার কাইয়ো ভিলকের। যা ব্রাজিলিয়ান ঘরোয়া লিগে সিনিয়র ফুটবলে দ্রুততম লাল কার্ডগুলোর মধ্যে একটি।
বৃহস্পতিবার পারাইবা রাজ্যের নর্থ-ইস্টার্ন কাপের ডার্বি ম্যাচে ত্রেজির বিপক্ষে মাঠে নামে বোতাফোগোর। খেলা শুরুর মাত্র শুরুর আট সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করতে গিয়েছিলেন। এসময় লাফিয়ে তার মাথা বরাবর একসঙ্গে দুই পা ছোড়েন ভিলকের। দৃষ্টিকটু এমন ফাউলে কোনকিছু না ভেবে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন ম্যাচ রেফারি। প্রথমার্ধের গোলে দশজনের বোটাফোগোকে হারিয়ে ম্যাচটি জিতেও নেয় স্বাগতিক ত্রেজি।
প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ানের তথ্যমতে, পেশাদার ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ে সরাসরি লাল কার্ড দেখেন বোলোনিয়ার লরেন্সো। ১৯৯০ সালে পার্মার এক খেলোয়াড়কে আঘাত করে ম্যাচের ১০ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেছিলেন বোলোনিয়ার ইতালিয়ান এই ফরোয়ার্ড।
ইংলিশ ফুটবল ইতিহাসে দ্রুততম লাল কার্ডটি দেখেন লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড। ২০১৫ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাত্র ৩৮ সেকেন্ডে লালকার্ড দেখে মাঠ ছাড়েন অলরেড কিংবদন্তি।
সূত্র: সিএনএন