১৯৮৬-৮৭ শেষবার কোপা দেল রে জিতেই বড় কোনও ট্রফির স্বাদ পেয়েছিল তারা। মাঝে চারটি ফাইনাল খেলো খালি হাতে ফিরতে হয় ক্লাবটির এবার প্রায় সাড়ে তিন দশক অপেক্ষার পর ফের স্প্যানিশ কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়ে রিয়াল সোসিয়েদাদের মেজর শিরোপা জয়ের অপেক্ষা ঘুচলো।
অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে ৩৪ বছর বাদে মেজর কোনও ট্রফি জিতল স্প্যানিশ ক্লাবটি। রাতে ফাইনালে অধিনায়ক মিকেল ওয়ারজাবালের করা একমাত্র গোলে শিরোপা জয় রিয়াল সোসিয়েদাদের। স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় ক্লাবটির এটি তৃতীয় শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে।
অবশ্য অপেক্ষার প্রহর আরও অনেক আগেই ঘুচত রিয়াল সোসিয়েদাদের। গত মাসের মে’তেই স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারী প্রকট আকার ধারণ করায় তা সময় বদল করে গতকাল সেভিয়ার মাঠে দর্শকশূন্য পরিমন্ডলে অনুষ্ঠিত হয়।
পুরো ম্যাচে বল দখলে আধিপত্য করে সোসিয়েদাদ। তবে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। গোলের উদ্দেশে মোট দুটি শট নেয় দলটি, যার একটি লক্ষ্যে। অবশ্য আক্রমণে তেমন ভালো করেনি বিলবাও-ও।
ম্যাচে হাতেগোনা কয়েকটি সুযোগের মধ্যে প্রথমটি পায় বিলবাও। ৩৩তম মিনিটে ইনিগো মার্তিনেসের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো।

৫৮তম মিনিটে জোড়া ধাক্কা খায় তারা। ডি-বক্সে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্তিনেস। পেনাল্টি পায় সোসিয়েদাদ। তা থেকেই পার্থক্য গড়ে দেন মিকেল ওয়ারজাবালের। বাকিসময় আর কোন গোল না হলেও কাপ্তানের একমাত্র গোলেই তিন দশকের অপেক্ষা ঘুচে হোয়াইট অ্যান্ড ব্লু’দের।
ম্যাচ জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় সোসিয়েদাদ অধিনায়ক মিকেল জানান,
“এটা আমার কাছে একটা দুর্দান্ত দিন। অনেক কিছু ভিড় করে আসছে মনে। তবে খেতাব জিতে আমরা সমর্থকদের উপহার দিতে চেয়েছিলাম। যেটা সত্যি হওয়ায় ভালো লাগছে।”