আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। হঠাৎ করে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী নতুন করে বাড়তে শুরু করলে কিছুটা হলেও এই সিরিজ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে কেটে গেছে সমস্যা। শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ।
তবে কোভিড প্রটোকলের কারণে এই সিরিজে কোনও প্রস্তুতি ম্যাচ নেই বাংলাদেশের। এমনকি কোনও স্থানীয় নেট বোলারও পাওয়া যাবে না সেখানে। যার ফলে নেটে খেলার জন্য নিজেদের বোলার নিয়েই লঙ্কা সফরে যাবে মুমিনুল হকরা।
অর্থাৎ স্কোয়াডের ৬ পেসার নিয়েই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। থাকতে পারেন, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, সাইফুদ্দিন, আবু জায়েদ রাহী, খালেদ হাসান এবং হাসান মাহমুদ। তবে আইপিএলের কারণে নেই মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার সারাবাংলাকে বলেন, “আমরা জানতে পেরেছি ওখানে গিয়ে নেট বোলার পাওয়া যাবে না। সে কারণে স্কোয়াডে ছয় পেস বোলার রাখার চিন্তা করছি। আমরা এখনো মাহমুদউল্লাহ রিয়াদ ও হাসান মাহমুদের ফিটনেস রিপোর্ট হাতে পাইনি। তবে মুশফিক (মুশফিকুর রহিম) ফিট হয়েছে।”
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পিঠে টান পাওয়াই আর টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি হাসান মাহমুদের। যার ফলে টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়া তামিম ইকবালের সাথে দেশে ফিরেছেন এই পেসার। অন্যদিকে উরুতে টান পাওয়ায় শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের জন্য তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ব্যবস্থা রেখেছে লঙ্কান সরকার।