বাংলার মাটিতে পা রেখেছিলেন একজন নাইজেরিয়ান হয়ে, কিন্তু সেই নাইজেরিয়ান নাগরিকত্ব ছেড়ে বনে গেলেন একজন বাঙালি হিসেবে। বিয়ে করলেন বাঙালি লিজাকে, হয়ে গেলেন সোনার বাংলার নাগরিক। ২০১৫ সালের পর থেকে দীর্ঘ ৫-৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৪ই মার্চ হাতে পান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের নাগরিকত্বের সনদ পত্র।
বাংলাদেশের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই ঘোষণা আসে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন এলিটা কিংসলে, খেলবেন একজন বাঙালি হিসেবে। এলিটার মত একজন ফরোয়ার্ড বাঙালি হিসেবে খেলবে সেই দৃশ্য দেখার অপেক্ষায় ছিল বাংলার ফুটবল প্রেমীরা। সবাই হয়তো ভেবেছিল লিগের দ্বিতীয় পর্বের শুরু থেকেই কিংসের জার্সিতে তাকে দেখা যাবে। কিন্তু না, আপাতত প্রথম দুই-তিন রাউন্ডে তাকে কিংসের জার্সিতে দেখা সম্ভব হচ্ছে না। কারণ বাংলাদেশের নাগরিকত্ব পেলেও এখনও পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন কার্ডের কোনও কিছুই হাতে পাননি এই ফুটবলার।
[caption id="attachment_22613" align="aligncenter" width="504"]কিংসের জিম সেশনে কিংসলে। ছবিঃ সংগৃহীত।[/caption]
যেহেতু মধ্যবর্তী দল বদলে বসুন্ধরা কিংস এলিটা কিংসলের নাম নিবন্ধন করায় সেহেতু এই তিনটি কাগজ ছাড়া শুধু মাত্র নাগরিকত্ব পাওয়ায় কাগজ দিয়ে লিগে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির। গতকাল (বৃহস্পতিবার) বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি এলিটা কিংসলের এই ব্যাপার নিয়ে ভার্চুয়াল সভার আয়োজন করে। উক্ত কমিটির চেয়ারম্যান আক্তার হোসেন ডেইলিস্পোর্টসবিডিকে বলেন,
"কিংসলের পরিপূর্ণ কাগজ পত্র এখনো জমা পড়েনি। নিয়ম অনুযায়ী কাগজ গুলো জমা দিলেই সে লিগে অংশ নিতে পারবে।"
[caption id="attachment_22614" align="aligncenter" width="420"]বাংলাদেশের পতাকা নিয়ে কিংসলে। ছবিঃ সংগৃহীত।[/caption]
বসুন্ধরা কিংস থেকে জানানো হয়েছে চলমান লক ডাউনের কারণে এলিটা কিংসলের পাসপোর্ট হাতে পেতে দেরি হচ্ছে। লক ডাউন শেষ হলেও দ্রুততম সময়ের মধ্যে এলিটার পাসপোর্ট হাতে পাওয়া যাবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির নিয়ম অনুযায়ী একজন ফুটবলারের এই তিনটি কাগজের (পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ) কোনটিই যদি না থাকে তবে সে অংশগ্রহণ করতে পারবে না। যেকারণেই প্রথম দুই-তিন রাউন্ডে তাকে দেখা যাবে না।
তাই একজন বাংলাদেশি হিসেবে মাঠে নামার অপেক্ষা আরও কিছু দিন বাড়লো এলিটা কিংসলের।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.