অন্যান্য > কাবাডি
দুর্দান্ত কাম ব্যাকে কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নিউজ ডেস্ক
২ এপ্রিল ২০২১, দুপুর ৩:৪ সময়
ম্যাচ শুরুর প্রথমার্ধে বাংলাদেশকে চেপে ধরে একের পর এক পয়েন্ট অর্জন করে নেয় আফ্রিকার দেশ কেনিয়া। ফলে প্রথমার্ধেই ১৮-১০ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত শুরু করে দুই লোনা সহ একের পর এক পয়েন্ট ছিনিয়ে নিতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। এক পর্যায়ে ১২ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ।
ফলে ম্যাচ থেকে ছিটকে যায় কেনিয়া। শেষ বাঁশি বাজার আগে ৩৪-২৮ পয়েন্টে এগিয়ে থেকে ট্রফি জয়ের আনন্দে মেতে উঠে আরদুজ্জামান-তুহিনরা।

এদিকে প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে সহজভাবে হারালেও দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩২-২৯ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে টুইটুম্বর ছিল বাংলাদেশ।
এর পর তৃতীয় ম্যাচে নেপালকে ৩৫-২০ ব্যবধানে হারিয়ে ফাইনালের আরও কাছে চলে যায় বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৩-৩১ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

দুর্দান্ত পার্ফরমেন্স করে ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বাংলাদেশের আরদুজ্জামান এবং টুর্নামেন্ট সেরা রাইডার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
গত ২৮শে মার্চ থেকে শুরু হয় পাঁচ জাতি কাবাডি টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় পোল্যান্ড, নেপাল, কেনিয়া এবং শ্রীলঙ্কা।