![images-32-26 [ images-32-26 ]](https://img.dailysportsbd.com/storage/2022/02/23/3802f90e295d95d912ccf9c2018dd8bc525dfa99.jpeg)
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য দায়ী করে তাকে অভিযুক্ত করা হয়েছে।
এক বিবৃতিতে আইপিএল জানায়, "এম এ চিদাম্বোরাম স্টেডিয়ামে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শেষ করতে না পারায় মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাকে। এটা তার এই টুর্নামেন্টে প্রথমবার যার ফলে ১২ লাখ জরিমানা করা হয়েছে তাকে।"
এই টুর্নামেন্টে একই ভুলের পুনরাবৃত্তি ঘটলে জরিমানার পরিমান দ্বিগুণ সহ দলের বাকি সদস্যদেরও জরিমানা করা হবে। পাশাপাশি আরও একবার একই অপরাধ করলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে রোহিত শর্মাকে।
মঙ্গলবার অমিত মিশ্রর ঘূর্ণি জাদুতে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে বর্তমান চ্যাম্পিয়নদের ইনিংস। জবাবে চার উইকেট হারিয়ে শিখর ধাওয়ানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পায় বর্তমান রানার-আপরা।