বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বাধিক ১০টি সেঞ্চুরির রেকর্ড ছিল তার দখলেই। তবে সবগুলো শতকই এসেছিল ঘরের মাঠে। দেশের মাটিতে দূর্দান্ত সব ইনিংস খেললেও, বিদেশের মাটিতে আরাধ্য সেঞ্চুরিটা কিছুতেই পাওয়া হচ্ছিলো না। অবশেষে বিদেশের মাটিতে কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল হক।
সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাল্লেকেলেতে আজ (বৃহস্পতিবার) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ১১তম এবং বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
ধনঞ্জয় ডি সিলভাকে চার মেরেই দেশের বাইরে প্রথমবারের মত তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যেখানে তিনি ২২৪ বলে শতক তুলে নিয়েছেন, যা তার ধীরগতির সেঞ্চুরির ব্যক্তিগত রেকর্ডও।
এর ফলে বিদেশের মাটিতে কোনও সেঞ্চুরি না করে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি এখন ভারতের রোহিত শর্মার দখলে। ঘরের মাঠে ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ওপেনার। যে রেকর্ডটি আগে ছিল ১০ সেঞ্চুরি হাঁকানো মুমিনুল হকের।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৮৩ রান। ৩৬৮ বল মোকাবিলায় ১৫৫* রানে শান্ত এবং ২৫৬ বলে ১১২* রানে অপরাজিত আছেন মুমিনুল।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.