![img_20210407_152501 [ img_20210407_152501 ]](https://img.dailysportsbd.com/storage/2022/02/23/d3420b2f999a34843668d07a4cf1eb8555dedbf1.jpg)
এসএ গেমসের ভারোত্তোলন ইভেন্টে টানা দুই বার স্বর্ণ জিতেছিলেন মাবিয়া আক্তার। তিন বছর আগে ২০১৮ সে আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণির স্ন্যাচে ৭৯ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০০ তুলে রেকর্ড গড়েছিলেন তিনি। নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙ্গলেন বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে।
আজ বুধবার সকালে ময়মনসিংহ জেলা জিমনেসিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্ন্যাচে ৮০ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০১ মিলিয়ে মোট ১৮০ কেজি তুলে নিজের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক। রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবহিনীর মিলা আক্তার। ৬৪ কেজি ওজন শ্রেণির স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৩২ কেজি তুলেছেন তিনি। ১১৬ কেজি তুলে তৃতীয় হয়েছেন ঢাকার সিপাহী যুব সংঘের লাবনী আক্তার।
রেকর্ড গড়লেও মাবিয়ার চোখ অলিম্পিকে। অলিম্পিকে অংশগ্রহণ করার লক্ষ্য নিয়েই তিনি কাজ করছেন বলে জানিয়েছেন।