দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে টানা ৩টি সিরিজের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। প্রতিটি সিরিজের আগে এখান থেকেই ঘোষণা হবে চুড়ান্ত স্কোয়াড। আন্দ্রে রাসেল ছাড়াও দলে ফিরেছেন শিমরন হেটমায়ার, শেলডন কটরেল, ওশেন থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
এই তিন সিরিজে বিভিন্ন ফরম্যাটের খেলা ঘাকলেও আন্দ্রে রাসেলকে বিবেচনা করা হয়েছে শুধুমাত্র টি-টোয়েন্টি দলের জন্য। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বেশেষ মেরুন জার্সিতে মাঠে নেমেছিলেন রাসেল। তবে বাদ পড়েছেন রোভমান পাওয়েল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগেভাগে দল গোছানো শুরু করে দিয়েছে ক্যারিবিয়ানিরা।
কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়দের অন্তর্ভুক্তি হলেও দলে ফেরেননি সুনীল নারিন। চলতি বছরের ২৬ জুলাই ক্যারিবিয়ানিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষেও টেস্ট এবং টি-টোয়েন্টি খেলবে এই ওয়েস্ট ইন্ডিজ।