কোপা আমেরিকা: ঘরের মাঠে খেলবে ব্রাজিল, কোথাও যাচ্ছেন না তিতে
নিউজ ডেস্ক
৭ জুন ২০২১, বিকাল ৬:৩৮ সময়
ছবিঃ ইন্টারনেট
নতুন সূচিতে কোপা আমেরিকার বাকি আছে আর মাত্র ৬ দিন। অথচ, এখনও আয়োজক দেশ ব্রাজিল খেলবে কিনা তা নিয়েও চলছিল ধোঁয়াশা। অবশেষে সব ধোঁয়াশা কেটে যাচ্ছে। ব্রাজিলিয়ান প্রভাবশালী গণমাধ্যমগুলোর বরাতে জানা যাচ্ছে, তীব্র অসন্তোষে পরও ঘরের মাঠে কোপা আমেরিকা খেলতে রাজি হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলাররা।
শুধু তাই নয়, কোপা আমেরিকা শুরুর আগে ব্রাজিলের কোচ তিতেকে নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিলো তাও কিছুটা কেটে গেছে। সিবিএফের প্রেসিডেন্টের সঙ্গে মনোমালিন্য হলেও পরিস্থিতি যেমনই হোক ব্রাজিলের কোচিংয়ের দায়িত্বে তিতেই থাকছেন।
ব্রাজিলের গ্লোব স্পোর্টস জানিয়েছে, করোনা ইস্যু নিয়ে অসন্তোষের কারণে খেলোয়াড়দের কোপা আমেরিকায় অংশ না নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করায় সিবিএফ বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় কোচ তিতের! যিনি ব্যক্তিগতভাবে তিতে কে সরিয়ে প্রেসিডেন্টের অনুসারী রেনাতো গাউচোকে দায়িত্ব দেওয়ার আশ্বাস'ও দেন। যা নিয়ে প্রচন্ড সমালোচনাও শুরু হয়!
[caption id="attachment_31013" align="aligncenter" width="1080"] ছবিঃ ইন্টারনেট[/caption]
যদিও খোদ সিবিএফ প্রেসিডেন্ট হারাতে যাচ্ছেন তার পদ; ব্রাজিলে এক নারী কর্মকর্তাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার উপর। আপাতত ৩০ দিনের জন্য বরখাস্ত আদেশ থাকলেও এক অডিও ক্লিপে এই অভিযোগ প্রমাণিত হয়। তাই স্থায়ী বহিস্কারাদেশ পেতে যাচ্ছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রধান এই কর্তা।
ব্রাজিলের প্রথমসারির গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, বর্তমানে সিবিএফ এর প্রধান লক্ষ্য ক্যাবোক্লোর ঘটনা ও চলমান সংকট থেকে বের হয়ে তিতেকে কোচিংয়ের দায়িত্বে রাখা। মূলত, ব্রাজিল দলের তারকা ফুটবলার ও স্পন্সরদের চাপের মুখে পড়েই আর কোচ তিতেকে পদচ্যুত করার সুযোগ পাচ্ছে না রোজারও ক্যাবোক্লো।
[caption id="attachment_31014" align="aligncenter" width="1024"] ছবিঃ ফেসবুক[/caption]
ব্রাজিল দলের প্রায় সকল স্পন্সর সিবিএফকে জানিয়েছে, তারা কোচ তিতেকে সমর্থন করছেন। এছাড়া খেলোয়াড় ও কার্যনির্বাহী কমিটির সকলে তিতেকে সমর্থন এবং একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার দিয়েছে।
দলের সকলেই চায় তিতে কোচের দায়িত্বে বহাল থাকুক। যেহেতু সিবিএফের বর্তমান প্রেসিডেন্ট বহিস্কারাদেশ পাচ্ছেন, তাই তিতে ব্রাজিল দলের কোচ হিসেবে থাকবেন বলেই আশা করা যাচ্ছে! প্যারাগুয়ে ম্যাচের পরই ব্রাজিল এই বিষয়ে অফিশিয়াল সিদ্ধান্ত জানাবে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.