বৃহস্পতিবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) এর অষ্টম এবং নবম রাউন্ডের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সপ্তম রাউন্ড শেষে একদিন বিরতি দিয়ে আবারও মাঠে ফিরবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্টটি।
আগামীকাল ১১ জুন শেষ হবে সপ্তম রাউন্ডের খেলা এরপর ১৩ জুন অষ্টম এবং ১৪ জুন নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
আগের মতোই পরবর্তী দুই রাউন্ডেও তিন ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ৩ ও ৪ নম্বর মাঠে প্রতিদিন দুইটি করে মোট ছয়টি ম্যাচ মাঠে গড়াবে।
[caption id="attachment_30636" align="aligncenter" width="1280"] ছবিঃ ডেইলিস্পোর্টস বিডি[/caption]
যেখানে আগের রাউন্ডের মতোই দিনের প্রথম ম্যাচগুলো সকাল ৯টায় এবং দ্বিতীয় ম্যাচগুলো শুরু হবে বেলা ১ঃ৩০ মিনিটে।
ডিপিএলের অষ্টম এবং নবম রাউন্ডের সূচি:
অষ্টম রাউন্ড (১৩ জুন)
খেলা শুরু সকাল ৯টায়
রূপগঞ্জ বনাম শেখ জামাল, বিকেএসপি-৩
প্রাইম দোলেশ্বর বনাম পারটেক্স, মিরপুর
মোহামেডান বনাম ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৪
খেলা শুরু দুপুর ১টা ৩০ মিনিটে
আবাহনী বনাম প্রাইম ব্যাংক, মিরপুর
শাইনপুকুর বনাম ব্রাদার্স, বিকেএসপি-৩
গাজী গ্রুপ বনাম খেলাঘর, বিকেএসপি-৪
নবম রাউন্ড (১৪ জুন)
খেলা শুরু সকাল ৯টায়
রূপগঞ্জ বনাম প্রাইম দোলেশ্বর, বিকেএসপি-৪
প্রাইম ব্যাংক বনাম ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৩
শাইনপুকুর বনাম খেলাঘর, মিরপুর
খেলা শুরু দুপুর ১টা ৩০ মিনিটে
আবাহনী বনাম শেখ জামাল, মিরপুর
মোহামেডান বনাম ব্রাদার্স ইউনিয়ন, বিকেএসপি-৪
গাজী গ্রুপ বনাম পারটেক্স, বিকেএসপি-৩
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.