ডিপিএল | দোলেশ্বরের প্রথম হার, জিতেছে গাজী গ্রুপ ও প্রাইম ব্যাংক
নিউজ ডেস্ক
১০ জুন ২০২১, সকাল ৬:৪৩ সময়
ছবি - সংগৃহীত
একদিন বিরতি দিয়ে আজ থেকে আবারও মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা, ষষ্ঠ রাউন্ডে সকালের ৩ ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। টুর্নামেন্টে প্রথম হার দেখেছে প্রাইম দোলেশ্বর, ষষ্ঠ ম্যাচে এসেও হারের বৃত্ত থেকে বের হওয়া হয়নি পারটেক্স স্পোর্টিং ক্লাবের।
সতীর্থদের ব্যর্থতায় বৃথা গেছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের ব্যাটার মাহমুদুল হাসান জয়ের ৫৫ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৮৫ রানের অপরাজিত ইনিংসটি, টুর্নামেন্টে দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট পেয়েছেন শেখ জামাল পেসার সালাহউদ্দিন শাকিল।
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব
টস ফ্যাক্টর: গাজী গ্রুপ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
সেরা ব্যাটার: মাহমুদুল হাসান জয় ৮৫*, সৌম্য সরকার ৩৭ রান।
সেরা বোলার: নাসুম আহমেদ ২/১০, রাকিবুল হাসান ২/২১।
সংক্ষিপ্ত স্কোর:ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ১৩৬/৭, ২০ ওভার; (মাহমুদুল হাসান জয় ৮৫*, আলিস আল ইসলাম ১৫*, প্রতিম কুমার ১১, খান সৌরভ ৮, নাসুম আহমেদ ২/১০, মাহমুদউল্লাহ রিয়াদ ১/১২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৩৮/৪, ১৯ওভার; (মাহেদি হাসান ২২, সৌম্য সরকার ৩৭, মুমিনুল হক ২৭, মাহমুদউল্লাহ রিয়াদ ১৮, ইয়াসির আলী রাব্বি ২৪*, রাকিবুল হাসান ২/২১, আলিস আল ইসলাম ১/১৮)।
ফলাফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব
টস ফ্যাক্টর: শেখ জামাল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
সেরা ব্যাটার: নুরুল হাসান সোহান ৩০ রান
সেরা বোলার: সালাহউদ্দিন শাকিল ৫/১৬, ইলিয়াস সানি ২/১৭।
সংক্ষিপ্ত স্কোর:পারটেক্স স্পোর্টিং ক্লাব ১০৪/১০, ১৯.৩ ওভার; (আব্বাস মুসা ২০, ইশারুল ১৯, ধিমান ঘোষ ১৯, মেহরাদ ১২, সালাহউদ্দিন শাকিল ৫/১৬, ইলিয়াস সানি ২/১৭, নাসির হোসেন ১/৫)।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১০৫/৪, ১৭.২ ওভার; (নুরুল হাসান সোহান ৩০, ইলিয়াস সানি ২৭*, নাসির হোসেন ২১, মোহাম্মদ আশরাফুল ১৭, জয়নুল ২/২৬, মেহরাদ ১/৬, রাজিবুল ১/৭)।
ফলাফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব
টস ফ্যাক্টর: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
সেরা ব্যাটার: মোহাম্মদ মিথুন ৫৫, কামরুল ইসলাম রাব্বি ৩৮* রান।
সেরা বোলার: মুস্তাফিজুর রহমান ৩/২৫, শরিফুল ইসলাম ২/১৫, রুবেল হোসেন ২/৪৬।
সংক্ষিপ্ত স্কোর:প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৫১/৭, ২০ ওভার; (মোহাম্মদ মিথুন ৫৫, এনামুল হক বিজয় ২৯, অলক কাপালি ২৬*, নাহিদুল ইসলাম ২০, এনামুল হক জুনিয়র ১/১৭, তাইবুর রহমান ১/২১, কামরুল ইসলাম রাব্বি ১/২২)।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৪৮/৯, ২০ ওভার; (কামরুল ইসলাম রাব্বি ৩৮*, শরিফুল্লাহ ২৩, মার্শাল আইয়ুব ২২, ফজলে মাহমুদ রাব্বি ২১, মুস্তাফিজুর রহমান ৩/২৫, শরিফুল ইসলাম ২/১৫, রুবেল হোসেন ২/৪৬)।
ফলাফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৩ রানে জয়ী।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.