আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শুরুতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজটির জন্য ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, সূচি চূড়ান্ত করা নিয়েও চলছে আলোচনা।
তবে বাংলাদেশ সফরে আসার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কঠিন ৩টি শর্ত ছুড়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, শর্ত গুলো নিয়ে আলোচনা চলছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। আসন্ন বিসিবির বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, সেই সাথে সূচিও জানা যেতে পারে তখনই।
ক্রিকেট অস্ট্রেলিয়া ছুড়ে দেওয়া ৩টি শর্ত হলোঃ (১) বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে দিতে হবে, (২) অস্ট্রেলিয়ার জন্য আলাদা হোটেল (পুরোটাই) বুকিং করতে হবে, (৩) এক ভেন্যুতেই সিরিজের সবগুলো ম্যাচ আয়োজন করতে হবে।
সবগুলো শর্তই করোনা মহামারির কারণে, তবে বিসিবির কাছে এসব শর্ত পুরণ কঠিনই হবে। ইমিগ্রেশনের বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে, পুরো হোটেল বুকিং করতে হলে সেটাও বেশ ব্যয়-বহুল ব্যাপার।
পরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর থাকায় মিরপুরের উপর থেকে চাপ কমাতে চট্টগ্রামেও ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আলাদা দুইটি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি, তাই শর্ত অনুযায়ী সেই পরিকল্পনা থেকেও হয়ত সরে আসতে হবে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.