ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে পুরো ম্যাচ দুর্দান্ত খেলেও রাউল বেচাররার শেষ মুহুর্তের গোলে হৃদয় ভাঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ২১ মিনিটের পর থেকে দশ জনের দল নিয়েও টেবিল টপার বসুন্ধরা কিংসের বিপক্ষে সমানে সমান টেক্কা দিয়েছে শন লেনের শিষ্যরা।
উত্তেজনা ছড়ানো এ ম্যাচে গোল করার বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে ভাগ্য সহায় না থাকায় কখনও কিংস ডিফেন্ডারদের কাছে আবার কখনো ক্রস বারে হতাশ হতে হয়েছে সাদা-কালো ফরোয়ার্ডদের।
ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে ঠিক তখনি মোহামেডানের হৃদয় ভাঙ্গেন কিংসের আর্জেন্টাইন তারকা রাউল বেচাররা। নির্ধারিত নব্বই মিনিট শেষে অতিরিক্ত চার মিনিটের মাথায় রবসনের বাড়ানো বল ডি-বক্সের মধ্যে বুকের উপর নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন। ফলে স্বস্তি ফিরে পায় কিংস ডাগ আউট। এই গোলের মধ্য দিয়ে নিজের ১৫তম গোলের দেখা পেলেন রাউল বেচাররা।
গত ম্যাচের আবাহনীকে রুখে দেয়ার পর এ ম্যাচেও বসুন্ধরা কিংসলে আটকেই দিয়েছিল মোহামেডান কিন্তু শেষ মুহুর্তে আর নিজেদের ডিফেন্স সুরক্ষিত রাখতে পারেনি সাদা-কালোদের ডিফেন্ডারদের।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.