একদিন পিছিয়ে গতকাল ডিপিএলে সুপার লিগের খেলা মাঠে গড়ালেও বৃষ্টির কারণে স্থগিত হয়ে যায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ম্যাচ, সেই হিসেবে সুপার লিগে আজই প্রথম ম্যাচ খেললো ফরহাদ রেজারা। শেখ জামালকে ৬ উইকেটে হারিয়ে সুপার লিগের শুরুটা মন্দ হলো না প্রাইম দোলেশ্বরের।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দেওয়া ১২৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রাইম দোলেশ্বরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও ইমরানুজ্জামান।
২৪ বলে ২ চারে ২০ রান করা ইমরানুজ্জামান আউট হলে ভাঙে ৬৫ রানের উদ্বোধনী জুটি, ফজলে মাহমুদ রাব্বির সাথে আরও ২৪ রান যোগ করে ফিরেন সাইফ। আউট হওয়ার আগে ৩৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন সাইফ হাসান, ২১ বলে ১ চারে ২১ রান করে ফিরেন ফজলে মাহমুদ রাব্বি।
১২ রান করে মোহাম্মদ আশরাফুলের দ্বিতীয় শিকার হয়ে মার্শাল আইয়ুব ফিরলেও জয় পেতে কোন সমস্যাই হয়নি প্রাইম দোলেশ্বরের, শামীম হোসেন পাটোয়ারীর ৫ ও শরিফুল্লাহর অপরাজিত ৫ রানে ১৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় দোলেশ্বর। এই জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো প্রাইম দোলেশ্বর, মোহাম্মদ আশরাফুল ও সোহরোওয়ার্দী শুভ ২টি করে উইকেট নেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১১ রানেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়েন, চতুর্থ উইকেটে ইলিয়াস সানিকে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ইমরুল কায়েস। ২৮ বলে ২ চার ও ১ ছয়ে ২৭ রানে ইমরুল ও ৫ রান করে সোহরোওয়ার্দী শুভর বিদায়ে ৬৪ রানে ৬ উইকেট হারায় শেখ জামাল।
শেষ দিকে শেখ জামালের সম্মান রক্ষা করেন অধিনায়ক নুরুল হাসান সোহান, অবস্ট্রাক্টিং অব দ্য ফিল্ড হওয়ার আগে ২৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪২ রান করেন সোহান। ধুকতে থাকা শেখ জামাল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায়, রেজাউর রহমান রাজা ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃশেখ জামাল ধানমন্ডি ক্লাব ১২৩/৯, ২০ ওভার; (ইমরুল কায়েস ২৭, ইলিয়াস সানি ১০, নুরল হাসান সোহান ৪২, এনামুল হক এনাম ১৩, রেজাউর রহমান রাজা ৩/২৫, শফিকুল ইসলাম ২/১১, সাইফ হাসান ১/৮)।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১২৬/৪, ১৭.৪ ওভার; (সাইফ হাসান ৬০, ফজলে মাহমুদ রাব্বি ২১, ইমরানুজ্জামান ২০, মার্শাল আইয়ুব ১২, মোহাম্মদ আশরাফুল ২/৭, সোহরোওয়ার্দী শুভ ২/২০)।
ফলাফলঃ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে জয়ী।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.