দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের ফাইনাল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ই জুন সাউদাম্পটনে ঐতিহাসিক ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। তবে এর আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট এবং পয়েন্ট সিস্টেম পরিবর্তনের তাগিদ দিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল বেছে নিতে তিন টেস্টের ফাইনালের আয়োজনের পরামর্শ দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। এবার কিংবদন্তি অলরাউন্ডারের সুরে গলা মিলিয়েছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীও।
ভারতের সাবেক তারকা ক্রিকেটার এবং বর্তমান প্রধান কোচও মনে করছেন ভবিষ্যতে তিন ম্যাচ সিরিজের মাধ্যমে চ্যাম্পিয়ন দল নির্বাচন করা। ইংল্যান্ড সফরের আগে আজ এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে রবি শাস্ত্রী এ প্রসঙ্গে বলেন,
"তারা যদি দীর্ঘমেয়াদি ভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায়, তবে তিনটি ফাইনালের মাধ্যমে সেরা দল বেছে নেওয়াই হবে সবচেয়ে আদর্শ উপায়। আড়াই বছরের ক্রিকেটের সমাপ্তি হিসাবে তিন ম্যাচের সিরিজ।"
[caption id="attachment_30088" align="aligncenter" width="1400"] রবি শাস্ত্রী (ছবিঃ ইএসপিএন ক্রিকইনফো)[/caption]
তবে বর্তমানের পয়েন্ট সিস্টেমেও যোগ্য দুই দলই ফাইনালে উঠেছে বলে মনে করেন ভারতীয় কোচ। তিনি যোগ করেন,
"কিন্তু তাদের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) শেষ করার তাগিদ থাকে এবং আবার নতুন করে শুরু করতে। তাই এক ম্যাচের ফাইনাল আলাদা বিষয়। তবে ছেলেরা তাদের যোগ্যতা অর্জন করেই এখানে এসেছে, এটা রাতারাতি তৈরি হয়নি। এই ছেলেরা দীর্ঘদিন ধরেই শীর্ষে ছিল।"
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.