কথায় আছে, পরিশ্রম ও ইচ্ছা শক্তি কখনো মানুষকে দমাতে পারে না। তেমনটায় হয়েছে গ্রেট বৃটেনের সাঁতারু টম ডিনের ক্ষেত্রে। দুই বার করোন আক্রান্ত হবার পরেপ গতকাল টোকিও অলিম্পিকের ২০০ মিটার ফ্রি স্টাইলে ১ মিনিট ৪৪ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছেন ডিন। ডিন পিছনে ফেলেছে তার'ই স্বদেশী স্কট ডানকানকে।
১৯০৮ সালের পর অলিম্পিকে প্রথমবারের মতো সাঁতারের কোনো ইভেন্টে একই সঙ্গে সোনা ও রুপা জয়ের কীর্তি গড়ল গ্রেট ব্রিটেন। অ্যাডাম পিটির ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনাজয়ের পরে এবারের অলিম্পিকে এটি ছিল সাঁতারে গ্রেট ব্রিটেনের ছেলেদের দ্বিতীয় সোনা জয়। সাঁতার থেকে এখন পর্যন্ত তিনটি স্বর্ণ জিতেছে গ্রেট বৃটেন।
এ বছরের জানুয়ারিতেও করোনা আক্রান্ত হয়েছিলেন ডিন, যার ফলে সেভাবে অনুশীলন করতে পারেননি। প্রস্তুতিতে ঘাটতি নিয়েই এসেছিলেন জাপানের টোকিওতে। ডিনের এই দারুন ভাবে কাম ব্যাক করে স্বর্ণ জয় করা ইতিহাসের পাতায় আলাদা জায়গা করে নিয়েছে। ডিন নিজেও হয়তো বিশ্বাস করতে পারছিলেন না, তিনি কী করে ফেলেছেন!
https://twitter.com/BBCSport/status/1419839489351028740?s=20
সোনা জয়ের পর ডিন বলেন, "যখন আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, তখন মনে হলো, আহা! অলিম্পিকে সোনা জয় তো আমার চেয়ে মিলিয়ন মাইল দুরে। তবে এখন এটা আমার কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছে। স্বপ্ন সত্যি হয়ে এসে ধরা দিয়েছে। এখন আমি আমার গলায় সোনার পদক ঝুলিয়ে রাখতে পেরেছি।"
[caption id="attachment_39510" align="aligncenter" width="615"] ছবিঃ ইন্টারনেট[/caption]
তিনি আরও বলেন, "১২ মাসের মধ্যে আমি দু’বার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলাম। যখন আমি লন্ডনে আমার ফ্ল্যাটে আইসোলেশনে ছিলাম, তখন মনে হচ্ছিল যেন আমার চেয়ে মিলিয়ন মাইল দুরে রয়েছে অলিম্পিকের স্বর্ণ। কিন্তু সেটা এখন আমার হাতে।"
সাঁতারে আরো একটি সোনা জয় করেছে গ্রেট বৃটেন। পুরুষের ৪x২০০মি ফ্রি স্টাইল রিলেতে রাশিয়াকে পিছনে ফেলে স্বর্ণ জিতেছে বৃটেন। এই দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন টম ডিন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.