অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণ জয় অস্ট্রেলিয়ার কেলি ম্যাককিউনের
নিউজ ডেস্ক
২৭ জুলাই ২০২১, সকাল ৭:১৬ সময়
ছবিঃ ইন্টারনেট
গত মাসেই অ্যাডিলেইডে গড়েছিলেন নতুন এক বিশ্ব রেকর্ড। মাস খানেক যেতে না যেতেই কেলি ম্যাককিউন এবার টোকিও অলিম্পিকে গড়লেন নতুন এক রেকর্ড। টোকিওয়ের নীল জলে সবাইকে পিছনে ফেলে চুমু দিলেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনার পদকে।
আজ মঙ্গলবার সকালে টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ৫৭ দশমিক ৪৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ২০ বছর বয়সী ম্যাককিউন। স্বর্ণ জিততে তিনি পিছনে ফেলেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কানাডার কাইলি ম্যাসিকে। তিনি সময় নেন ৫৭ দশমিক ৭২ সেকেন্ড। এছাড়া ব্রোঞ্জ জিতেছেন এই ইভেন্টের সাবেক বিশ্ব রেকর্ডধারী যুক্তরাষ্ট্রের রেগ্যান স্মিথ, তিনি সময় নিয়েছেন ৫৮ দশমিক ০৫ সেকেন্ড।
https://twitter.com/fina1908/status/1419845969093414913?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1419845969093414913%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Folympics.com%2Ftokyo-2020%2Fen%2Fnews%2Fkaylee-mckeown-crowned-new-olympic-champion-in-100m-backstroke
স্বর্ণ জয়ের পর কেলি ম্যাককিউন বলেন, "এটা আসলেই স্বপ্নের মত। মনে হচ্ছে স্বপ্ন আমি বাস্তব করতে পেরেছি। আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ।"
গত বছর মারা গেছেন তার বাবা, তাই স্বর্ণ জয়ের পর হারানো বাবার প্রতি উৎসর্গ করেন কেলি ম্যাককিউন। এ বিষয়ে বলেন, "আমি আশা করি তুমি গর্বিত হবে এবং আমি এটা চালিয়ে যাবো।"
এছাড়া নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জয় করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লিডিয়া জ্যাকোবি, তিনি সময় নিয়েছে এক মিনিট চার দশমিক ৯২ সেকেন্ড। রোপ্য পদক জিতেছে দক্ষিণ আফ্রিকার তাতজানা স্কোয়েনমেকার, তার সময় লেগেছে এক মিনিট ৫ দশমিক ২২ সেকেন্ড এবং ব্রোঞ্জ পদক জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লিলি কিং, তিনি সময় নিয়েছেন এক মিনিট ৫ দশমিক ৫৪ সেকেন্ড।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.