অলিম্পিক
জাপানের কোহেই রাজা'র সোনা ধরে রাখলেন দাইকি হাশিমোতো
নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২১, বিকাল ৬:১৭ সময়
তর্কসাপেক্ষ সর্বকালের সেরা জিমানিস্ট কোহেই উচিমুরা। ছবিঃ ইন্টারনেট
জাপানিরা আদর করে সবাই তাঁকে 'কোহেই রাজা' ডাকে। সর্বকালের সেরা জিমন্যাস্ট বলা হয় তাকে। ২০১২ ও ২০১৬ টানা দুবার অলিম্পিকে সোনা জয়ী কোহেই উচিমুরা আট বছর ধরেই বিশ্বচ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকের মালিক। রিও অলিম্পিকে জিমন্যাস্টিকসে ব্যক্তিগত ইভেন্টে তাঁর কাছে হেরে যাওয়া ইউক্রেনিয়ান ভারনিয়াভে কাছে তিনি জীবন্ত ‘কিংবদন্তি’। অন্যদিকে ব্রোঞ্জ পাওয়া ম্যাট হুইটলকের গ্রেট ‘আদর্শ’-ও তিনিই!
[caption id="attachment_39572" align="aligncenter" width="2000"]

নিজ দেশে টানা তৃতীয়বার সোনা জিততে পারলেন না তর্কসাপেক্ষ সর্বকালের সেরা জিমন্যাস্ট কোহেই উচিমুরা। ছবিঃ ইন্টারনেট[/caption]
জিমন্যাস্টিকসের অল–অ্যারাউন্ডে এবারও জাপানের সোনা জয়ে স্বপ্নসারথি ছিলেন। স্বপ্ন দেখেছিলেন এবার নিজ ঘরের অলিম্পিকেও সোনা জিতে আবারও গর্বে ভরিয়ে দেবেন সবাইকে। তবে, কোহেই উচিমুরার সেই স্বপ্ন পূরণ হয়নি। টোকিও অলিম্পিকের হাই বারে কসরত দেখানোর একেবারে শেষ পর্যায়ে হাত ফসকে পড়ে যান। আর তাতেই টানা তৃতীয় অলিম্পিকে সোনা জেতার স্বপ্নটা ভেঙে যায় তাঁর।
কোহেই উচিমুরা না থাকলেও জিমন্যাস্টিকসের অল-অ্যারাউন্ডে ব্যক্তিগত ইভেন্টে সোনার হাসি হেসেছে জাপানই। ছেলেদের এই ইভেন্টে চীনের সিয়াও রুতেংকে হারিয়ে কোহেই রাজার সোনা ধরে রেখেছেন স্বদেশী দাইকি হাশিমোতো। ছয় অ্যাপারাটাস মিলিয়ে ৮৮.৪৬৫ স্কোর গড়েন ১৯ বছর বয়সী এই জাপানি জিমন্যাস্ট।
[caption id="attachment_39573" align="aligncenter" width="640"]

চীনের সিয়াও রুতেংকে হারিয়ে কোহেই রাজার সোনা ধরে রেখেছেন স্বদেশী দাইকি হাশিমোতো। ছবিঃ ইন্টারনেট[/caption]
হাই বার রুটিনে দারুণ পারফর্ম করেছেন তিনি। এই অ্যাপারাটাসে ১৪.৯৩৩ স্কোর গড়েন হাশিমোতা। এই ইভেন্টে রৌপ্য পদকজয়ী চীনের সিয়াও রুতেং ছয় অ্যাপারাটাসে স্কোর গড়েন ৮৮.০৬৫। ব্রোঞ্জ পদক জয়ী রাশিয়ার নিকিতা নাগোর্নির ছয় অ্যাপারাটাসে মিলিয়ে স্কোর ছিলো ৮৮.০৩১।
[caption id="attachment_39574" align="aligncenter" width="960"]

অশ্বারোহণে দলীয় ড্রেসেজে জার্মানিকে সোনা এনে দিয়েছেন জেসিকা ভন ব্রেডো-ভার্নডল।। ছবিঃ ইন্টারনেট[/caption]
এদিকে, টোকিও অলিম্পিকে অশ্বারোহণে দলীয় ড্রেসেজে সোনা গেছে জার্মানির ঘরে। স্বদেশী ইসাবেল ভের্থকে টপকে জার্মানদের সোনা এনে দেন জেসিকা ভন ব্রেডো-ভার্নডল। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে গ্রেট ব্রিটেনের শার্লট দ্যুজার্দাঁ।