আইরিশদের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে সিরিজ শুরু জিম্বাবুয়ের
নিউজ ডেস্ক
২৭ আগস্ট ২০২১, দুপুর ৩:৪৭ সময়
ছবি - সংগৃহীত
ডাবলিনে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য শেষ ওভারে ৬ রানের প্রয়োজন ছিলো আয়ারল্যান্ডের, ক্রিজে ছিলেন সেট ব্যাটার সিমি সিং ও ব্যারি ম্যাককার্থি। রিচার্ড এনগ্রাভার করা ওভারটিতে ২ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা, ১১৭ রানের পুঁজি নিয়েও ৩ রানের রোমাঞ্চকর এক জয় দিয়ে সিরিজ শুরু করলো জিম্বাবুয়ে ক্রিকেট দল।
জিম্বাবুয়ের দেওয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনেই করেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও কেভিন ও ব্রেইন, ২৭ রানের উদ্বোধনী জুটি গড়লেও খেলে ফেলেন ৩২ টি বল। ১৯ বলে ২৪ রান করে আউট হন স্টার্লিং, অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ৮ রান করে ফিরে যান।
জর্জ ডকরেলকে নিয়ে আরও ২১ রান যোগ করেন ৩২ বলে ২৫ রানের টি-টোয়েন্টির স্বভাববিরুদ্ধ ইনিংস খেলা কেভিন ও ব্রেইন, পরপর দুই বলে সেট দুই ব্যাটারকে আউট করে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান লেগ-স্পিনার রায়ান বার্ল। ১১ রানের ব্যবধানে একে একে ফিরেন যান কেভিন ও ব্রেইন, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার ও শেন গেটক্যাটে।
৪ রান করে নেইল রক আউট হলে ৮৮ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয় দেখতে থাকে আয়ারল্যান্ড, তবে অস্টম উইকেটে ব্যারি ম্যাককার্থিকে নিয়ে ২৫ রানের জুটি গড়ে আইরিশদের জয়ের দিকেই নিয়ে যান সিমি সিং। শেষ ওভারে জয়ের জন্য ৬ রানের সমীকরণে প্রথম দুই বলে কোন রানই নিতে পারেননি সিমি সিং, তৃতীয় বলে ১ রান এলেও পরের দুই বলে ব্যারি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়াং আউট হন।
শেষ বলে ৫ রানের দরকার পড়লেও সিমি সিং নিতে পারেন ১ রান, রিচার্ড এনগ্রাভা ২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে অল্প পুঁজিতেও জিম্বাবুয়েকে ৩ রানের রোমাঞ্চকর একটা জয় এনে দেন। রায়ান বার্ল ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন, লুক জঙয়ে ও ওয়েলিংটন মাসাকাদজা ২ টি করে উইকেট নেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ রানেই দুই ওপেনার টিমোসেন মারুমা ও ওয়েসলি মাধুভারেকে হারায় জিম্বাবুয়ে, তৃতীয় উইকেটে ডিওন মায়ার্সকে নিয়ে ৩৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন রেজিস চাকাভা। ১৪ বলে ১০ রান করেন মায়ার্স, অধিনায়ক ক্রেইগ আরভিনকে নিয়ে আরও ৩০ রান যোগ করেন চাকাভা।
ক্রেইগ আরভিন ১৭ ও রেজিস চাকাভা ২৮ বলে ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হওয়ার পর পথ হারিয়ে ফেলে জিম্বাবুয়ে, শেষ দিকে কেউই দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেননি। ফলে ধুকতে ধুকতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস, ওয়েলিংটন মাসাকাদজার ব্যাট থেকে আসে ১৫ বলে ১৯ রানের ইনিংস।
আয়ারল্যান্ডের হয়ে সিমি সিং ও ক্রেইগ ইয়াং ২টি করে উইকেট নেন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.