দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, পিএসজি ছাড়তে চান কিলিয়ান এমবাপ্পে। ফরাসিদের ছেড়ে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে চান বিশ্বকাপজয়ী তারকা। মাত্রই বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির পিএসজিতে যোগদান গুঞ্জনের পালে আরও বেশি হাওয়া দেয়।
প্যারিসে মেসি আসায় ফরাসি তারকা নাকি নিজের সাম্রাজ্য হারানোর ভয়ে আছে। নেইমার-মেসির আলোকসচ্ছার পাশে নিজেকে বড্ড ম্লানও লাগছে এমবাপ্পের। যে কারণে রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি তড়িঘড়ি করা শুরু করে দিয়েছেন তিনি।
[caption id="attachment_43894" align="aligncenter" width="2560"] ছবিঃ ইন্টারনেট[/caption]
পরিস্থিতি টের পেয়ে লস ব্লাংকোসরাও বুঝেছে, গত কয়েক বছর ধরে যে খেলোয়াড়টিকে চোখে চোখে রাখা হয়েছে, তাঁকে দলে আনার এটাই উপযুক্ত সময়। হয়তো সেই জন্যই করোনাকালীন এই সময়ে বিশ্বে সব ক্লাবই যখন অর্থনৈতিক দ্বৈনদশায় ধুকছে, এর মধ্যেই পিএসজির কাছে এমবাপ্পের জন্য অবিশ্বাস্য ১৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ফ্লোরিন্টিনো পেরেজ। স্প্যানিশ মিডিয়ায় খবরও আসছে, খুব শীঘ্রই রিয়ালের জার্সিতে দেখা যেতে পারে সময়ের অন্যতম সেরা ফুটবলারকে।
তবে, বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন পিএসজি কোচ মৌরিচিও পচিত্তিনো। ফরাসিদের কোচের মতে, কিলিয়ান এমবাপ্পে তাদের সঙ্গেই আছেন। রোববার রাতে ফরাসি লীগে রেইমসের বিপক্ষে ম্যাচের পর পিএসজি কোচ বলেন, “কিলিয়ান এমবাপ্পে আমাদের খেলোয়াড়। ফুটবল জগতে গুজবে ভরা এই বিষয়টি নিশ্চয়ই জানেন। আমাদের ক্লাব সভাপতি ও ক্রীড়া পরিচালক এই বিষয়ে স্পষ্ট।"
“তিনি ( কিলিয়ান এমবাপ্পে) আমাদের সঙ্গে আছেন। আমি ভীষণ খুশি। তিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলারও বটে।"
[caption id="attachment_43895" align="aligncenter" width="2475"] ছবিঃ ইন্টারনেট[/caption]
কিলিয়ান এমবাপ্পে দলের কেন গুরুত্বপূর্ণ ফুটবলার আজও তা প্রমাণ করেছেন। ছয়বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির অভিষেকের দিন প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করে পিএসজিকে জয় এনে দিয়েছেন ২২ বছর বয়সী তারকা এই ফরোয়ার্ড।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.