করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনও
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, রাত ৮:২৭ সময়
লকি ফার্গুসন (ছবিঃ দ্য ক্রিকেটার)
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন। দ্য হান্ড্রেড এবং টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নিতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন কিউই এই পেসার। আর সেখানেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি।
প্রথমবারের মতো আয়োজিত আইসিসি স্বীকৃত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে অংশগ্রহণ শেষে, ইংল্যান্ডের আরও একটি ঘরোয়া টুর্নামেন্টে খেলতে সেখানেই অবস্থান করছিলেন ২৭ বছর বয়সী লকি ফার্গুসন।
যেখানে টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে রাতে সারের বিপক্ষে ইয়র্কশায়ারের হয়ে মাঠে নামার কথা ছিল কিউই পেসারের। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে খেলোয়াড়দের করা কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষায় ইতিবাচক ফলাফল এসেছে ফার্গুসনের।
[caption id="attachment_43152" align="aligncenter" width="750"] করোনা আক্রান্ত হয়েছেন লকি ফার্গুসন (ছবিঃ দ্য ক্রিকেটার)[/caption]
ইতোমধ্যেই নিউজিল্যান্ডের এই পেসারকে আইসোলেশনে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্ট কর্তৃপক্ষ এ প্রসঙ্গে জানিয়েছেন,
"দুর্ভাগ্যবশত, লকি ফার্গুসন আজ রাতের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলতে পারবেন না। তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। দ্রুত সুস্থ হয়ে উঠো, লকি!"
https://twitter.com/VitalityBlast/status/1430168252018307095?s=20
[caption id="attachment_43099" align="aligncenter" width="1000"] একই দিনে করোনা আক্রান্ত হয়েছেন লকি ফার্গুসনের জাতীয় দলের সতীর্থ ফিন অ্যালেনও (ছবিঃ গুগোল)[/caption]
প্রসঙ্গত, একইদিনে করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন বাংলাদেশে অবস্থানরত নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার ফিন অ্যালেনও। তিনিও বার্মিংহাম ফিনিক্সের জার্সিতে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নেওয়া শেষে গত ২২ আগষ্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় এসেছেন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.