অলিম্পিক > টোকিও অলিম্পিক
টোকিও অলিম্পিক | দশম দিন শেষেও পদক তালিকায় শীর্ষে চীন
নিউজ ডেস্ক
২ আগস্ট ২০২১, দুপুর ২:৫১ সময়
ছবি - রয়টার্স
টোকিও অলিম্পিক্সের পদক লড়াইয়ের দশম দিনে নিষ্পত্তি হয়েছে আর্টিস্টিক জিমন্যাস্টিকস, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাইক্লিং ট্র্যাক, ইকুয়েস্ট্রেইন, সেইলিং, শুটিং, ভারোত্তোলন ও কুস্তিসহ ১২ টি ইভেন্টের ২২ টি ডিসিপ্লিনের খেলা।
নবম দিনশেষে পদক তালিকায় শীর্ষে ছিলো চীন, দশম দিনে তারা শীর্ষস্থান আরও মজবুত করেছে। ২৯ টি স্বর্ণসহ ৬২ পদক পেয়েছে দেশটি, ২২ টি স্বর্ণসহ ৬৪ টি পদক নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ১৭ টি স্বর্ণসহ ৩৩ টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে স্বাগতিক জাপান, চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়ার পদক ১৪ টি স্বর্ণসহ ৩৩ টি।
পঞ্চম স্থানে থাকা আরওসি ১২ টি স্বর্ণসহ পদক ৫০ টি, ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের স্বর্ণ সংখ্যা যথাক্রমে ১১ ও ৬ টি; ৬ টি স্বর্ণ জিতেছে দক্ষিণ কোরিয়া ও জার্মানিও। ৫ স্বর্ণসহ ১৮ টি পদক নিয়ে সেরা দশে উঠে এসেছে নেদারল্যান্ডস, ৪ টি করে স্বর্ণ জিতেছে ইতালি, নিউজিল্যান্ড ও চেক রিপাবলিক।
এছাড়াও কানাডা, সুইজারল্যান্ড ও ক্রোয়েশিয়া ৩ টি ও চাইনিজ তাইপে, ব্রাজিল, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও কিউবা ২ টি করে স্বর্ণ জিতেছে।
২ আগস্টের পদক তালিকা:
নিষ্পত্তি হয়েছে ১২টি খেলার (আর্টিস্টিক জিমন্যাস্টিকস, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাইক্লিং ট্র্যাক, ইকুয়েস্ট্রেইন, সেইলিং, শুটিং, ভারোত্তোলন ও কুস্তি) মোট ২২টি ইভেন্টের।
আর্টিস্টিক জিমন্যাস্টিকস
প্রমিলা – ফ্লোর
স্বর্ণঃ জেড কেরি, মার্কিন যুক্তরাষ্ট্র।
রৌপ্যঃ ভ্যানেসা ফেরারি, ইতালি।
ব্রোঞ্জঃ মাই মুরাকামি, জাপান।
ব্রোঞ্জঃ অ্যাঞ্জেলিনা মেলনিকোভা, আরওসি।
পুরুষ - রিংস
স্বর্ণঃ লিউ ইয়াং, চীন।
রৌপ্যঃ ইউ হাও, চীন।
ব্রোঞ্জঃ এলেফথেরিওস পেট্রৌনিয়াস, গ্রিস।
পুরুষ – ভল্ট
স্বর্ণঃ শিন জিয়া-হোয়ান, দক্ষিণ কোরিয়া।
রৌপ্যঃ ডেনিস আব্লিয়াজিন, আরওসি।
ব্রোঞ্জঃ আর্টুর দাভতিয়ান, আর্মেনিয়া।
অ্যাথলেটিক্স
প্রমিলা – ১০০মি হার্ডলস্
স্বর্ণঃ জাসমিন কামাচো-ক্যুইন, পুয়ের্তো রিক।
রৌপ্যঃ কেন্দ্রা হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্র।
ব্রোঞ্জঃ মেগান ট্যাপার, জ্যামাইকা।
প্রমিলা – চাকতি নিক্ষেপ
স্বর্ণঃ ভালারি অলম্যান, মার্কিন যুক্তরাষ্ট্র।
রৌপ্যঃ ক্রিস্টিন পুডেনজ, জার্মানি।
ব্রোঞ্জঃ ইয়াইমে পেরেজ, কিউবা।
প্রমিলা – ৫০০০মি
স্বর্ণঃ সিফান হাসান, নেদারল্যান্ডস।
রৌপ্যঃ হেল্লেন ওবিরি, কেনিয়া।
ব্রোঞ্জঃ গুদাফ টিসেগে,৷ ইথিওপিয়া।
পুরুষ – লং জাম্প
স্বর্ণঃ মিল্টিয়াদিস টেনটোগ্লু, গ্রিস।
রৌপ্যঃ হুয়ান মিগুয়েল ইচেভারিয়া, কিউবা।
ব্রোঞ্জঃ মাইকেল মাসো, কিউবা।
পুরুষ – ৩০০০মি স্টিপ্লচেস
স্বর্ণঃ সৌফিয়ানে এল বাক্কালি, মরক্কো।
রৌপ্যঃ লামেচা গিরমা, ইথিওপিয়া।
ব্রোঞ্জঃ বেঞ্জামিন কিগেন, কেনিয়া।
ব্যাডমিন্টন
প্রমিলা - দ্বৈত
স্বর্ণঃ আপ্রিয়ানি রাহায়ু/গ্রেইসিয়া পোলি, ইন্দোনেশিয়া।
রৌপ্যঃ চেন কিংচচেন/জিয়া ইফান, চীন।
ব্রোঞ্জঃ কিম সো-ইয়ুং/কোং হি-ইয়ং, দক্ষিণ কোরিয়া। লি সো-হি/শিন সিউং-চ্যান (দক্ষিণ কোরিয়া) জুটিকে হারিয়েছে।
পুরুষ - একক
স্বর্ণঃ ভিক্টর এক্সেলসেন, ডেনমার্ক।
রৌপ্যঃ চেন লং, চীন।
ব্রোঞ্জঃ অ্যান্থনি সিনিসুকা গিনটিং, ইন্দোনেশিয়া। কেভিন কর্ডন (গুয়েতেমালা) কে হারিয়েছেন।
সাইক্লিং
প্রমিলা (দলীয়) – সাইক্লিং ট্র্যাক
স্বর্ণঃ চীন। (বাও শানজু, জোং তিয়ানশি)
রৌপ্যঃ জার্মানি। (লি ফ্রিডরিখ, এম হিঞ্জে)
ব্রোঞ্জঃ আরওসি। (দারিয়া শ্মেলেভা, আনাস্তাসিয়া ভয়নোভা)
ইকুস্ট্রিয়ান
ইভেন্টিং জাম্প - একক
স্বর্ণঃ জুলিয়া ক্রায়েভস্কি, জার্মানি।
রৌপ্যঃ টম ম্যাকউয়েন, গ্রেট ব্রিটেন।
ব্রোঞ্জঃ অ্যান্ড্রু হয়, অস্ট্রেলিয়া।
ইভেন্টিং জাম্প - দলীয়
স্বর্ণঃ গ্রেট বৃটেন। (লরা কলেট, টম ম্যাকউয়েন, অলিভার ওনেন্ড)
রৌপ্যঃ অস্ট্রেলিয়া।
ব্রোঞ্জঃ ফ্রান্স।
শ্যূটিং
পুরুষ - ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল
স্বর্ণঃ জঁ কুইকুয়ামপইক্স, ফ্রান্স।
রৌপ্যঃ লিউরিস পুপো, কিউবা।
ব্রোঞ্জঃ লি ইউহোঙ্গ, চীন।
পুরুষ - ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস
স্বর্ণঃ ঝাং চ্যাংহং, চীন।
রৌপ্যঃ সের্গেই কামেনস্কি, আরওসি।
ব্রোঞ্জঃ মিলেঙ্কো সেবিচ, সার্বিয়া।
ভারোত্তোলন
প্রমিলা – ৮৭কেজি
স্বর্ণঃ ওয়াং ঝৌয়ু, চীন।
রৌপ্যঃ তামারা সালাজার, ইকুয়েডর।
ব্রোঞ্জঃ ক্রিসমেরি সান্তনা, ডোমিনিকান প্রজাতন্ত্র।
প্রমিলা - +৮৭কেজি
স্বর্ণঃ লি ওয়েনওয়েন, চীন।
রৌপ্যঃ এমিলি ক্যাম্পবেল, গ্রেট ব্রিটেন।
ব্রোঞ্জঃ সারাহ রোবলস্, মার্কিন যুক্তরাষ্ট্র।
কুস্তি
প্রমিলা - গ্রিকো-রোমান ৭৬কেজি
স্বর্ণঃ আলিনে রটর-ফোকেন, জার্মানি।
রৌপ্যঃ আদেলাইন গ্রে মার্কিন, যুক্তরাষ্ট্র।
ব্রোঞ্জঃ জাও কিয়ান, চীন। হিরোয়ে মিনাগাওয়া (জাপান) কে হারিয়েছেন।
ব্রোঞ্জঃ ইয়াসেমিন আদার, তুরস্ক। আইপেরি মেডেট কিজি (কিরগিজস্তান) কে হারিয়েছেন।
পুরুষ - গ্রিকো-রোমান ৬০কেজি
স্বর্ণঃ লুইস ওরতা, কিউবা।
রৌপ্যঃ কেনিচিরো ফুমিতা, জাপান।
ব্রোঞ্জঃ সের্গেই এমেলিন, আরওসি। ভিক্টর সিওবানু (মলদোভা) কে হারিয়েছেন।
ব্রোঞ্জঃ ওয়ালিহান সাইলিক, চীন। লেনুর তেমিরোভ (ইউক্রেন) কে হারিয়েছেন।
পুরুষ - গ্রিকো-রোমান ১৩০কেজি
স্বর্ণঃ মিজাইন লোপেজ, কিউবা।
রৌপ্যঃ ইয়াকোবি কাজায়া, জর্জিয়া।
ব্রোঞ্জঃ সের্গেই সেমেনভ, আরওসি। ইয়াসমানি অ্যাকোস্তা (চিলি) কে হারিয়েছেন।
ব্রোঞ্জঃ রিজা কায়ালপ, তুরস্ক। আমিন মিরজাজাদেহ (ইরান) কে হারিয়েছেন।