আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নিচ্ছে ৫টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই আসরের সূচি গত ১৮ আগষ্ট প্রকাশ করেছে সাফ কর্তৃপক্ষ। তবে তিন দিন যেতে না যেতেই সাফের নতুন সূচি প্রকাশ করেছে সাফ কর্তৃপক্ষ।
মূলত একটি ম্যাচ শেষে অন্তত দুই দিন যাতে ফুটবলাররা নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ পায় সে কারণেই আগের সূচি পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী প্রথম ম্যাচ আগের সূচি মানে ১ অক্টোবর অনুষ্ঠিত হবে, প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হবে দুই দিন বিরতি দিয়ে ৪ অক্টোবর। তৃতীয় ম্যাচ খেলবে ৭ অক্টোবর তবে চতুর্থ ম্যাচের আগের বাংলাদেশ সময় পাবে ৫ দিন।
চলুন দেখে নেওয়া যাক নতুন সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচের সময় সূচিঃ
১ অক্টোবর, রাত ১০টাবাংলাদেশ বনাম শ্রীলংকা৪ অক্টোবর, বিকাল ৫টাবাংলাদেশ বনাম ভারত৭ অক্টোবর, রাত ১০টাবাংলাদেশ বনাম মালদ্বীপ১৩ অক্টোবর, বিকাল ৫টাবাংলাদেশ বনাম নেপালফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ই অক্টোবর রাত ৯টায়।
প্রতি আসর সাত দল নিয়ে আয়োজিত হলেও এবার পাঁচ দল নিয়েই অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। নিষেধাজ্ঞার কারণে নেই পাকিস্তান এবং কোভিডের কারণে অংশ নিচ্ছে না ভুটান। তাই রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটা দল প্রতিটা দলের সাথে খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। এবারের আসরের সব গুলা ম্যাচ হবে মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.