অবশেষে গুঞ্জন সত্যি হলো, আবাহনী লিমিটেডকে বিদায় বলে বসুন্ধরা কিংসে যোগ দিলেন মিডফিল্ডার সোহেল রানা। বসুন্ধরা কিংস তাদের ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে।
২০২০-২১ মৌসুমের মাঝামাঝি সময় থেকেই সোহেল রানাকে দলে ভেড়ানোর প্রচেস্টা শুরু করেছিল বসুন্ধরা কিংস। শেষ পর্যন্ত এই অভিজ্ঞ মিডফিল্ডারকে আগামী মৌসুমের জন্য নিশ্চিত করল বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এক মৌসুমের জন্য তাকে কত টাকা দিয়ে দলে ভেড়াল তা জানায়নি কিংস। তবে গুঞ্জন শোনা যাচ্ছে প্রায় ৯০ লাখ টাকার বিনিময়ে তাকে দলে টেনেছে বসুন্ধরা কিংস। যা বাংলাদেশের ঘরোয়া ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পারশ্রমিক হিসেবে বিবেচিত হবে।
সদ্য শেষ হওয়া মৌসুমে প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ খেলা সোহেল রানাকে আগামী মৌসুমের জন্য ধরে রাখতে চেয়েছিল আবাহনী। এমনকি ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফারের সমমূল্য পরিমাণ অর্থ প্রস্তাব দেয় কিন্তু রাজি হননি সোহেল রানা, নিতে চেয়েছেন নতুন এক চ্যালেঞ্জ। তাই আবাহনীর প্রস্তাব ছেড়ে যোগ দিলেন বসুন্ধরা কিংসে।
[caption id="attachment_47909" align="aligncenter" width="1280"] ছবিঃ বসুন্ধরা কিংস ফেসবুক পেজ[/caption]
২৬ বছর বয়সী মিডফিল্ডার সোহেল রানা ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১১ সালে মোহামেডানের জার্সি গায়ে। এরপর খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে এবং ২০১৭ সালে যোগ দেন আবাহনী লিমিটেড ঢাকায়। মাঝে এএফসি কাপের জন্য শেখ রাসেলে ধারে গিয়েছিলেন এই মিডফিল্ডার।
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল সোহেল রানার। এরপর খেলেছেন ৪৩টি ম্যাচ। বর্তমানে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ দলের সাথে মালদ্বীপে অবস্থান করছেন সোহেল রানা।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.