মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাট্রিক করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার হার্শাল প্যাটেল। দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে বোলিংয়ে এসে ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে যথাক্রমে হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড এবং রাহুল চাহারকে সাজঘরে ফিরিয়ে হ্যাট্রিক আনন্দে মেতেছেন ডানহাতি পেসার।
আইপিএল ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তৃতীয় বোলার হিসেবে হ্যাট্রিক করার কীর্তি গড়লেন হার্শেল প্যাটেল। এর আগে ২০১০ সালে রাজস্থানে বিপক্ষে পেসার প্রবীণ কুমার এবং ২০১৭ সালে মুম্বাইয়ের বিপক্ষে স্পিনার স্যামুয়েল বদ্রি আরসিবির জার্সি গায়ে হ্যাট্রিক করেছেন।
[caption id="attachment_47652" align="aligncenter" width="1080"] ছবিঃ ইন্টারনেট[/caption]
সবমিলিয়ে আজ ৩.১ ওভারে ১৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হার্শাল প্যাটেল। এখন পর্যন্ত এই মৌসুমে ২৩টি উইকেট শিকার করেছেন তিনি। উল্লেখ্য, এবারের আসরে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম দেখায় ৫ উইকেট শিকার করেছিলেন ডানহাতি এই পেসার।
https://twitter.com/Rohith_Crico/status/1442190152541958145?s=20
https://twitter.com/IPL/status/1442185089207742465?s=20
অবশ্য নিজের ক্যারিয়ারের সেরা আইপিএল মৌসুম কাটানো হার্শাল প্যাটেল এই মৌসুমেই এক ওভারে ৩৭ রানও দিয়েছিলেন। চেন্নাই কিংসের হয়ে ভারত পর্বে ব্যাঙ্গালোরের এই পেসারের এক ওভারের ছয় বলে ৩৭ রান নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।
রবিবার দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটাও ৫৪ রানে জিতে নিয়েছে হার্শাল প্যাটেলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছিল ব্যাঙ্গালোর। জবাবে খেলতে নেমে ১৮.১ ওভারেই ১১১ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।
নিজেদের আইপিএল ইতিহাসে এই প্রথম মুম্বাই ইন্ডিয়ান্সকে অলআউট করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই সাথে এইবারই প্রথম এক আসরের দুইবার দলটির বিপক্ষে জয় পেলো বিরাট কোহলির দল। অন্যদিকে ২০১৮ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচে হারের স্বাদ পেলো বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.