ক্রিকেট > বাংলাদেশের ক্রিকেট
তৃতীয় টিটোয়েন্টিতে উইকেটকিপার মুশফিক নন, থাকছেন সোহানই
নিউজ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২১, সকাল ৯:৪৭ সময়
সিরিজ শুরুর একদিন আগে অনলাইন সংবাদ সম্মেলনে কথা বলার সময় প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছিলেন, প্রথম দুইটি টি টোয়েন্টিতে উইকেট কিপার থাকবেন নুরুল হাসান সোহান এবং পরের দুইটি ম্যাচে উইকেট কিপার হিসাবে থাকবেন মুশফিকুর রহিম। চার ম্যাচ দেখে শেষ ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
সিরিজের প্রথম দুইটি ম্যাচে সে হিসেবেই নুুরুল হাসান সোহানই কিপার হিসেবে ছিলেন। তৃতীয় ম্যাচে উইকেট কিপার হবার কথা ছিল মুশফিকেরই, কিন্তু তৃতীয় ম্যাচেও কোন পরিবর্ন করছে না বাংলাদেশ। এমনকি একাদশেও নেই কোন পরিবর্তন। টসে জিতে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দলে ফিরেছেন সাম্প্রতিক সময়ের ভয়ংকর ব্যাটসম্যান ফিন অ্যালেন। এছাড়া ব্রেসওয়েল ও বেন সিয়ার আজ নেই একাদশে। ডাফিকে দলে নিয়েছে কিউই ম্যানেজমেন্ট। সিরিজে দুই ম্যাচ টানা জিতে এগিয়ে আছে বাংলাদেশ।